রণবীর সিং অভিনীত ছবি (‘Dhurandhar’) সম্প্রতি ৭০০ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়ল বলিউডে। প্রায় এক মাস হয়ে গেছে এই ছবি মুক্তি পেয়েছে। কিন্তু এখনও এই ছবি বিজয়রথ নিজের গতিতে এগিয়ে চলেছে।
আরও পড়ুনঃ http://Deepika Padukone : কল্কি থেকে বাদ পড়লেন দীপিকা!
বছর শেষে সব ছবিরই বক্স-অফিসে কিছু না কিছু প্রভাব পরে। কিন্তু সে দিক থেকেও (‘Dhurandhar’) ব্যতিক্রম। গোটা ভারতে মঙ্গলবার পর্যন্ত হিসাব অনুযায়ী এই ছবি আয় করেছে মোট ৭১২ কোটি টাকা। ‘ধুরন্ধর’ শুধু সর্বোচ্চ আয়ের বলিউড ছবিই নয়, বক্স-অফিস কালেকশনের দিক থেকে হিন্দি ভাষার দ্বিতীয় সর্বোচ্চ আয়ের ছবি। এর আগে ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণ ৮১২ কোটি টাকা আয় করেছিল।
আরও পড়ুনঃ Tere Ishq Main : প্রেম নাকি আসক্তি ? ধনুষের রুদ্র রুপে জ্বলছে ” Tere Ishq Main ”
শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও (‘Dhurandhar’) ব্যাপক ব্যবসা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় সর্বোচ্চ আয়ের নিরিখে ভারতীয় চলচ্চিত্রের তালিকায় এই ছবি চতুর্থ স্থানে রয়েছে। বিদেশে এই ছবি আয় করেছে মোট ১৭ মিলিয়ন ডলার। এই মুহূর্তে ‘ধুরন্ধর’-এর বিশ্বব্যাপী আয় ছারিয়ে গেছে ১১০১ কোটি টাকা। যা ‘জওয়ান’ এবং ‘আরআরআর’-এর মতো হিট ছবির মোট আয়ের চেয়েও বেশি।
