২৪ আওয়ার্স টিভি ডেস্ক :আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাত হতেই দক্ষিণবঙ্গে ধেয়ে এলো ভয়াবহ তীব্র ও শক্তিশালী স্কোয়াল ফ্রণ্ট । স্কোয়াল ফ্রন্ট হলো এমন একটি সম্মিলন অঞ্চল যে অঞ্চল বরাবর প্রচণ্ড শক্তিশালী দানবীয় কিউমুলোনিম্বাস মেঘ রৈখিক ভাবে তৈরি হয়। পূবালী ও পশ্চিমা বাতাসের সংঘর্ষের কারণে ফ্রন্টোজেনেসিস পক্রিয়ায় তৈরি হওয়া স্কোয়াল ফ্রন্ট থেকে ভয়াবহ বৃষ্টি সহ প্রবল বজ্রপাত ও ঝড় হয়ে থাকে। স্কোয়াল ফ্রন্টে শক্তিশালী ক্লাউড ব্লাস্ট, মাইক্রো ব্লাস্ট ও ভয়াবহ বজ্রঝঞ্ঝা হয়ে থাকে।আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষনা মত ১লা সেপ্টেম্বর ২০২৫ রাত ১১টা থেকে ২রা সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টা পর্যন্ত সময়সীমার মধ্যে অর্থাৎ সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট ধেয়ে আসার সতর্কবার্তা দিয়েছিলো আবহাওয়া দপ্তর। সেই মতই হুগলির উত্তরপাড়া থেকে ব্যান্ডেল অবধি হয় প্রবল বৃষ্টি ও তার সঙ্গে বজ্রবিদ্যুৎ।।














