২৪ আওয়ার্স টিভি : SIR ঘোষণা হতেই চরমে রাজনৈতিক তরজা। বিজেপি-তৃণমূল কেউই কাউকে ছেড়ে কথা বলতে নারাজ। এদিকে চুপ নেই বাম থেকে কংগ্রেসও। SIR কি NRC? নাকি SIR শুধু ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া মাত্র? এই নিয়েই রাজনৈতিক মহলে জোর তোলপাড়!
‘SIR ই যে NRC’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তত্ব প্রথম বাতলাতেই জোর চর্চা শুরু হয়। তবে এ যে একেবারে ভুল তাও দাবি করে গেরুয়া শিবির। মানুষকে বিভ্রান্ত করে ভোট ব্যাঙ্ক মজবুত করতে যে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে শাসক দল -সহ খোদ মুখ্যমন্ত্রী সে কথাই বলেন শমিক, সুকান্ত থেকে শুভেন্দুরা। তবে SIR ঘোষণা হওয়ার পরেও যে কোনও ভাবেই সেই ঝড় থামছে না। এদিকে বাম শিবির SIR কে NRC হিসাবে মানতে নারাজ হলেও, ‘SIR ই যে NRC’ কংগ্রেস কিন্তু সেই তত্বেই অনড়।
অভিষেকের প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক
‘এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী SIR- এর সঙ্গে NRC বা CAA- এর কোনও সম্পর্ক নেই। কিন্তু রাজ্য ও কেন্দ্র সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এই ইস্যুকে নিয়ে ঝগড়া- কলহের আবহে নিয়ে যাচ্ছে’। এমনটাই জানান বাম নেতা, তন্ময় ভট্টাচার্য।
অন্যদিকে কংগ্রেস মুখাপাত্র সৌম্য আইচ কড়া ভাষায় জানান, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। SIR- এর আড়ালে NRC লাগু করার প্রক্রিয়া করছে বিজেপি। আর বিজেপির হয়ে নির্বাচন কমিশন গনতন্ত্রের গলা টিপে ধরছে’।















