২৪ আওয়ার্স টিভি: বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR। এই প্রেক্ষিতে বাংলার BLO-দের জন্য কড়া বার্তা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, BLO-রা যদি কোনও ‘দাদা-দিদির’ কথা মতো চলেন, তাহলে তাঁদের পরিণতিও বিহারের BLO-দের মতো হবে। অর্থাৎ জেলে যেতে হবে। এমনটাই হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এদিন আমতলায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে যান তিনি। সেখানে সভামঞ্চে বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে BLO-দের উদ্দেশ্যে বার্তা দেন বিরোধী দলনেতা।
অভিষেকের প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক
শুভেন্দু বলেন, “৫২ জন BLO তিহাড়ের জেলে রয়েছেন। এটা মাথায় রাখবেন। তৃণমূলের কথা, বিজেপির কথা শুনবেন না। কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। তিহাড়ের ৫২ জন BLO কিন্তু এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে।” রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জেলে যাওয়ার জন্য তথ্য, নথি আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দিব্য়েন্দু সর্দারকে BLO করা হয়েছে।”
















