Plane Crash : ভুবনেশ্বর-রৌরকেল্লা পথে বিপত্তি, ফাঁকা মাঠে চার্টার্ড বিমানের জরুরি অবতরণ

Published on: January 10, 2026
Plane Crash : ভুবনেশ্বর–রৌরকেল্লা পথে বিপত্তি, ফাঁকা মাঠে চার্টার্ড বিমানের জরুরি অবতরণ

Join WhatsApp

Join Now

সাম্প্রতিক সময়ে দেশের একাধিক বিমানে যান্ত্রিক সমস্যার ঘটনা সামনে এসেছে। তারই মধ্যে এবার ওড়িশার রৌরকেল্লায় একটি ছোট চার্টার্ড বিমানে বিপত্তি দেখা দিল। ভুবনেশ্বর থেকে রৌরকেল্লা যাওয়ার পথে সমস্যায় পড়ে বিমানটি,(Plane Crash) শেষ পর্যন্ত ফাঁকা মাঠে জরুরি অবতরণ করতে হয়।

Read More : Mamata Banerjee apologize: সল্টলেকের বিশৃঙ্খলার ঘটনায় ক্ষমা চাইলেন মমতা

জানা গেছে, দুপুর ১২টা ২৫ মিনিটে ভুবনেশ্বর থেকে উড়ানটি ছাড়ে। উড়ানের কিছুক্ষণ পর, দুপুর ১টা ১৪ মিনিট নাগাদ পাইলট রৌরকেল্লা এয়ার ট্রাফিক কন্ট্রোলে মে-ডে কল করেন। এরপর দুপুর ১টা ২০ মিনিট নাগাদ রৌরকেল্লা বিমানবন্দর থেকে প্রায় ১৫–২০ কিলোমিটার দূরে কানসোর এলাকার কাছে একটি ফাঁকা মাঠে বিমানটি(Plane Crash) নিরাপদে নামানো হয়।

Read More : ILT20: আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি চতুর্থ মরসুমে অধিনায়কের রদবদল

সেসানা গ্র্যান্ড C208B মডেলের এই বিমানটির রেজিস্ট্রেশন নম্বর VT-KSS। বিমানে মোট ৪ জন যাত্রী এবং ২ জন ক্রু ছিলেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ প্রাণ হারাননি। পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনা(Plane Crash) এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনার খবর পেয়ে দ্রুত জেলা প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের রৌরকেল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি সূত্রে জানা গেছে, তিনজন যাত্রী জেপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই পাইলট ও একজন যাত্রী রৌরকেল্লা সরকারি হাসপাতালে (আরজিএইচ) ভর্তি আছেন। ছয়জনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ওড়িশা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্য ও পরিবহন দপ্তরের অধীন বেসামরিক বিমান(Plane Crash) চলাচল অধিদপ্তর গোটা বিষয়টি নজরে রাখছে। জেলা প্রশাসনের মাধ্যমে সবরকম সহায়তা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং যাত্রী ও ক্রুদের সব ধরনের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী বিভূতি ভূষণ জেনাও পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।