West Bengal CM Arrest : ৭২ ঘণ্টার আল্টিমেটামে মুখ্যমন্ত্রী বনাম শুভেন্দু

Published on: January 10, 2026
West Bengal CM Arrest : ৭২ ঘণ্টার আল্টিমেটামে মুখ্যমন্ত্রী বনাম শুভেন্দু

Join WhatsApp

Join Now

I-PAC-এর দফতরে ED-র তল্লাশির প্রতিবাদে, শুক্রবার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Arrest) । মিছিল শেষে হাজরার সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে ! কয়লাকাণ্ডে নিয়ে আক্রমণ করেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকে। হুমকির সুরে বলেন, ‘আপনাদের ভাগ্য় ভাল এখনও যে, আমি চেয়ারে আছি বলে না, ওই পেনড্রাইভগুলো বাইরে বের করে দিই না।’

Read More : ED Raid on I-PAC Sparks Political Storm: কলকাতায় মমতার মিছিল, দিল্লিতে ধর্না দিয়ে আটক তৃণমূল সাংসদরাhttps://24hrstvchannel.com/ed-raid-ipac-mamata-kolkata-tmc-mps-detained/

এই দিনই রাতে এএনআই সূত্রে খবর এল, সংঘাতের পারদ আরও একধাপ চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal CM Arrest) মানহানির আইনি নোটিস পাঠালেন শুভেন্দু অধিকারী। দিলেন উত্তর দেওয়ার ৭২ ঘণ্টা সময়।আইনজীবীর মারফত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠিয়ে বলেছেন, গত ০৮.০১.২০২৬ এবং ০৯.০১.২০২৬ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বেপরোয়া, ভিত্তিহীন এবং প্রমাণ ছাড়া অভিযোগ করেছেন। প্রকাশ্যে ইঙ্গিত করেছেন যে, শুভেন্দু ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ কয়লা কেলেঙ্কারিতে জড়িত।

Read More : Matua Vote Bank in Focus: মতুয়া সম্মেলনের মঞ্চে বনগাঁয় শুভেন্দু অধিকারি, মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণhttps://24hrstvchannel.com/bangladesh-cricket-diplomatic-tension-impact/

মুখ্যমন্ত্রী (West Bengal CM Arrest) আরও দাবি করেছেন, এই ধরনের অভিযোগের সমর্থনে আপনার কাছে প্রমাণ রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই সব কথা বলে আদতে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার পরিবারের সদস্যদের এবং রাজনৈতিক দলের গুরুতর বিষয়গুলি থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরাতে চাইছেন। এটি একটি পরিকল্পিত এবং অশুভ পরিকল্পনা !সেই প্রেক্ষিতেই এই নোটিস পাঠিয়েছেন শুভেন্দু। ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত নথি,তথ্য ও প্রমাণ শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি, মানহানির মামলা করা হবে বলেও সতর্ক করেছেন শুভেন্দুর আইনজীবী।

বিধানসভার বিরোধী দলনেতা একটি পোস্টে লেখেন, ‘আজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,(West Bengal CM Arrest) ইডির তদন্ত থেকে মনোযোগ সরানোর জন্য, আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মানহানিকর অভিযোগ করেছেন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ও আমার নাম ‘কথিত’ কয়লা কেলেঙ্কারির কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেন। ব্যক্তিগত অপমানে করা হয়েছে এই বেপরোয়া বক্তব্যগুলির মাধ্যমে। কোনও প্রমাণ ছাড়াই জনসমক্ষে এই অভিযোগগুলি করা হয়। এই ধরনের অপ্রমাণিত দাবি কেবল আমার সুনামকেই ক্ষুণ্ণ করেনি বরং জনসাধারণের আলোচনার মর্যাদাকেও ক্ষুণ্ন> করেছে’ । শুভেন্দু স্পষ্ট উল্লেখ করেন, যদি তিনি অভিযোগের পক্ষে প্রামাণ্য নথি দিতে ব্যর্থ হন, তাহলে তিনি মানহানির জন্য উপযুক্ত দেওয়ানি এবং ফৌজদারি ধারায় মামলা করবেন।