সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির সফর ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee apologize)। শনিবার তিনি জানান, গোটা ঘটনায় তিনি ‘গভীরভাবে বিচলিত ও স্তম্ভিত’। একই সঙ্গে ঘটনার জন্য মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমাও চান তিনি।
আরও পড়ুন– ILT20: আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি চতুর্থ মরসুমে অধিনায়কের রদবদল
মেসির GOAT India Tour-
শনিবার সকালে মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’(GOAT India Tour)-এর প্রথম পর্বে কলকাতায় আসেন বিশ্বখ্যাত এই ফুটবলার। তবে স্টেডিয়ামে মেসির ঝলক ঠিকমতো না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে একাংশ দর্শক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্টেডিয়ামের ভিতরে বোতল ও চেয়ার ছোড়ার অভিযোগ ওঠে, ভাঙচুর হয় স্টেডিয়ামের সম্পত্তিও (Mamata Banerjee apologize)।
মুখ্যমন্ত্রর এক্স পোস্ট-
ঘটনার পর এক্স (পূর্বতন টুইটার)-এ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee apologize) লেখেন, “আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও স্তম্ভিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকদের সঙ্গে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের পথে ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসি এবং সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
কমিটি গঠন-
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee apologize)। অবসরপ্রাপ্ত বিচারপতি আশিস কুমার রায়ের নেতৃত্বে এই তদন্ত কমিটি ঘটনার বিস্তারিত অনুসন্ধান করবে, দায় নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সুপারিশ করবে। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব। পোস্টের শেষে মুখ্যমন্ত্রী ফের বলেন, “আরও একবার সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে আমার হৃদয় থেকে ক্ষমা প্রার্থনা করছি।”
