২৪ আওয়ার্স টিভি ডেস্ক : পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা সভাধিপতি কাজল শেখের।রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে মহারাষ্ট্রের অরঙ্গবাদে মৃত্যু হল বোলপুর থানার সিয়ান গ্রামের এক পরিযায়ী শ্রমিকের।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনার খবর পেয়ে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং আর্থিক সাহায্য প্রদান করেন।
জানা যাচ্ছে ১৫ বছর ধরে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত সিয়ান এলাকার খাঁদু মহুলী, বয়স ৪৫, আচমকা ১লা সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনার পর জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন তার পরিবারকে শহীদ সাজু ওয়েলফেয়ার মেমোরিয়াল সোসাইটির তরফে। বুধবার ওই ব্যক্তির মৃতদেহ বাড়িতে আনা হয়।
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা মৃতের সন্তানের কোন যাতে কোনো সুব্যবস্থা করে দেওয়া যায় সেই দাবি তুলেছেন। ওই পরিযায়ী শ্রমিকের সন্তান উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করে এখন কলেজে পড়াশোনা করছে। পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির।
















