২৪ আওয়ার্স টিভি: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল দল। ধর্ষণের অভিযোগ সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যেই প্রিয়নাথ সাউ ওরফে টিংকুকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নিল তৃণমূল। ঘটনায় চাঞ্চল্য রামপুরহাটে।
জগদ্দলে আয়কর হানা! পেছনে অর্জুন সিংয়ের হাত? তুঙ্গে রাজনৈতিক তরজা!
প্রসঙ্গত, রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের রামপুরহাট টাউন কমিটির সহ-সভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিংকু। রামপুরহাট থানায় এক তরুণী প্রিয়নাথ সাউ-এর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল নেতৃত্ব। শেষ পর্যন্ত ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দলীয় পদ থেকে বহিষ্কৃত করা হয় প্রিয়নাথ সাউকে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ রামপুরহাটে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি নিহার মুখোপাধ্যায়, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভগৎ- সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রসঙ্গত, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবী করে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে । ধর্ষনের ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়েন। অভিযোগ, মুখ খুললে তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ওই কাউন্সিলর। কয়েক বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে রামপুরহাট থানায় ধর্ষন সহ একাধিক অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা। এরপরেই গোটা বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে দল।
















