WBP Constable Result 2025 Declared: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬০,১৭০, পরবর্তী ধাপ PMT-PET

Published on: December 30, 2025

Join WhatsApp

Join Now

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) ২০২৪–২৫ নিয়োগ চক্রের অধীনে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে লিখিত পরীক্ষার ফলাফল (WBP Constable Result 2025 Declared) প্রকাশ করেছে। যেসব প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা এখন WBPRB-এর অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in এবং wbpolice.gov.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
আরও পড়ুনঃCGPSC Admit Card 2025 Released: সাবেদার, Sub Inspector ও Platoon Commander পরীক্ষার জন্য ডাউনলোড শুরু

বোর্ড সূত্রে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬০,১৭০ জন প্রার্থী পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন। এই প্রার্থীদের এবার Physical Measurement Test (PMT) এবং Physical Efficiency Test (PET)-এ অংশ নিতে হবে।

প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজে থাকা Result link-এ ক্লিক করতে হবে। এরপর নিজের Application Serial Number ও Date of Birth দিয়ে লগইন করলে স্ক্রিনে ফলাফল দেখা যাবে (WBP Constable Result 2025 Declared)। ভবিষ্যতের জন্য ফলাফল ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
রেজাল্ট PDF-এ যা যা তথ্য থাকছে
প্রকাশিত ফলাফলের PDF-এ প্রার্থীদের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ রয়েছে, যেমন—

  • প্রার্থীর নাম
  • রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর
  • ক্যাটেগরি
  • জন্মতারিখ
  • প্রাপ্ত নম্বর
  • যোগ্যতা (Qualified/Not Qualified)
  • মেরিট র‍্যাঙ্ক বা অবস্থান
  • কাট-অফ নম্বর
  • বরাদ্দ জেলা বা রেঞ্জ
  • পরীক্ষার নাম
  • ফলাফল প্রকাশের তারিখ
  • জারি কর্তৃপক্ষের বিবরণ
  • প্রয়োজনে মন্তব্য (Remarks)

WBPRB জানিয়েছে, PMT ও PET পরীক্ষা শুরু হওয়ার (WBP Constable Result 2025 Declared) সম্ভাব্য তারিখ ৮ জানুয়ারি ২০২৬। এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২ জানুয়ারি ২০২৬ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও মাপজোকের পরীক্ষায় সফল হতে হবে। এই ধাপের পরই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রার্থীদের নিয়মিতভাবে WBPRB-এর অফিসিয়াল ওয়েবসাইট (WBP Constable Result 2025 Declared) নজরে রাখার পরামর্শ দিয়েছে বোর্ড, যাতে পরবর্তী আপডেট বা বিজ্ঞপ্তি তাঁরা সময়মতো জানতে পারেন।