Virat becomes No.1: রোহিতকে টপকে ফের বিশ্বসেরা কোহলি

Published on: January 14, 2026
Virat becomes No.1

Join WhatsApp

Join Now

দীর্ঘ চার বছর পর ফের আইসিসি মেন’স ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি (Virat becomes No.1)। সতীর্থ রোহিত শর্মাকে সরিয়ে বিশ্ব এক নম্বর ব্যাটার হলেন ভারতীয় তারকা। কোহলির বর্ণময় কেরিয়ারে এই নিয়ে ১১তম বার তিনি ODI র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভাদোদরায় ৯১ বলে ঝকঝকে ৯৩ রানের ইনিংস খেলেন কোহলি। তাঁর সেই ইনিংসই ভারতকে জয়ের ভিত গড়ে দেয়। এই পারফরম্যান্সের সুবাদেই জুলাই ২০২১-এর পর প্রথমবার আবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন বিরাট।

আরও পড়ুন- From Control to Chaos and Back: শেষ মুহূর্তের উত্তেজনা পেরিয়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

কোহলির জয়-

গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দুর্দান্তভাবে কোহলি ঘুরে দাঁড়ান (Virat becomes No.1)। চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে তিনি খেলেন সাবলীল ৭৪ রানের ইনিংস, যার ফলে সিডনিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সান্ত্বনাসূচক জয় পায় ভারত। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে কোহলির ব্যাট থেকে আসে ১৩৫, ১০২ ও অপরাজিত ৬৫ রানের ইনিংস। ভারতের প্রাক্তন অধিনায়ক ২০১৩-অক্টোবর মাসে প্রথমবার ODI র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন (Virat becomes No.1)। এখনও পর্যন্ত তিনি মোট ৮২৫ দিন এক নম্বরে কাটিয়েছেন-যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। সর্বকালের তালিকায় তিনি বর্তমানে ১০ নম্বরে, যেখানে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস (২,৩০৬ দিন)।

তবে কোহলির জন্য চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। সিরিজের বাকি দুই ম্যাচে তাঁকে সতর্ক থাকতে হবে, কারণ নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল তাঁর থেকে মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে মিচেল দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রোহিত শর্মা নেমে গিয়েছেন তিন নম্বরে, কোহলির থেকে ১০ পয়েন্ট পিছিয়ে (Virat becomes No.1)।

র‍্যাঙ্কিংয়ে অন্যান্য পরিবর্তন-

কেএল রাহুল এক ধাপ উঠে ১১ নম্বরে
ডেভন কনওয়ে তিন ধাপ উঠে ২৯ নম্বরে
বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ পাঁচ ধাপ এগিয়ে ১৫ নম্বরে
কাইল জেমিসন লাফিয়ে উঠেছেন ২৭ ধাপ, বর্তমানে ৬৯ নম্বরে

টেস্ট র‍্যাঙ্কিংয়ের আপডেট-

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরি করার পর অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে উঠে এসেছেন। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করে ইংল্যান্ডের জো রুট টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি ব্রুক। বোলারদের মধ্যে, অ্যাশেজে ৩১ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়া মিচেল স্টার্ক ন’নম্বর থেকে উঠে এসেছেন তিন নম্বরে।