CET Group-C Result: প্রকাশিত হল CET 2025 গ্রুপ-C ফল প্রকাশ

Published on: December 5, 2025
CET Group-C Result

Join WhatsApp

Join Now

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন ২৫ সালের কমন এন্ট্রান্স টেস্ট (CET) গ্রুপ-C পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে (CET Group-C Result)। পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর বা মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। ২৬ ও ২৭ জুলাই রাজ্যের মোট ১,৩৫০টি কেন্দ্র জুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১৩.৪৭ লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছেন।

আড়ও পড়ুন- RRB NTPC UG Result 2025: নয়া সময়সূচি প্রকাশ, বাড়ল আবেদন করার শেষ তারিখ

যোগ্যতার মানদণ্ড-

সাধারণ শ্রেণি: ন্যূনতম ৫০% নম্বর
সংরক্ষিত শ্রেণি: ন্যূনতম ৪০% নম্বর
সরাসরি লিংক: HSSC CET 2025 Group C Scorecard Download (অফিশিয়াল ওয়েবসাইটে উপলব্ধ)

নির্বাচন প্রক্রিয়া-

এই পরীক্ষারভিত্তিতে নিয়োগের (CET Group-C Result) ধাপগুলি হল –

১. লিখিত পরীক্ষা

২. নথিপত্র যাচাই (Document Verification)

৩. মেডিক্যাল পরীক্ষা

৪. চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ

ফল প্রকাশের পর পরবর্তী পদক্ষেপ-

পরীক্ষার ফল ঘোষণার পর যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন রাউন্ডের জন্য ডাকা হবে (CET Group-C Result)।। গ্রুপ C ও গ্রুপ D-এর বিভিন্ন পদে পরবর্তী ধাপের তারিখ ও নির্দেশিকা শীঘ্রই জানাবে কমিশন। যেসব প্রার্থী যোগ্যতা শংসাপত্র (Eligibility Certificate) পাবেন, তাদের স্কোর তিন বছর পর্যন্ত বৈধ থাকবে।

ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথি-
১.মাধ্যমিক (Class 10) ও উচ্চ মাধ্যমিক (Class 12) মার্কশিট
২আধার কার্ড
৩.আবেদনপত্রের কপি
৪.স্নাতক ডিগ্রির মার্কশিট