Priyanka Chopra: নতুন বছরে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘লেডি জ্যাক স্প্যারো’-র ভূমিকায়

Published on: January 13, 2026
Priyanka Chopra

Join WhatsApp

Join Now

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এ ‘ব্লাডি মেরি’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রতটে হলিউড অভিনেতা কার্ল আরবানের উপর তরবারি হাতে ঝাঁপিয়ে পড়ছেন তিনি। কখনও আবার রক্তাক্ত চেহারায় আগ্রাসী অভিব্যক্তিতেও দেখা যাচ্ছে তাকে। তাই তার নামের পাশে জুটেছে ‘লেডি জ্যাক স্প্যারো’ তকমা। প্রিয়াঙ্কার এই রনংদেহি রুপ প্রকাশ্যে আসতেই রীতিমত চারদিকে প্রশংসার ঝড় উঠেছে।

আরও পড়ুনঃ The Raja Saab Review: হরর-কমেডির আড়ালে অপূর্ব সম্ভাবনা

কোন চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে ?

ছবির গল্প অনুসারে উনিশ শতকের পটভূমিতে নির্মিত হতে চলেছে এই ছবি। এই ছবিতে প্রিয়াঙ্কার (Priyanka Chopra) চরিত্রের নাম এরসেল বডেন। একসময় তিনি ছিলেন দুর্ধর্ষ জলদস্যু। যাকে সবাই ‘ব্লাডি মেরি’ নামেই চিনত। কিন্তু জলদস্যুর জীবন ছেড়ে তিনি পরবর্তীতে ক্যারিবিয়ান দ্বীপে নতুন করে জীবন শুরু করেন। যেখানে তার তাঁর মাতৃত্বের যাত্রা শুরু হয়। কিন্তু পুরোনো দলের সদস্যরা তাকে খুঁজে বের ফেলেন। তাই তাকে আবারও ফিরে যেতে হয় সেই হিংস্র জগতে।

আরও পড়ুনঃ Dhurandhar : বছরশেষে বক্স-অফিসে রেকর্ড গড়ল ‘ধুরন্ধর’

কবে মুক্তি পাচ্ছে ‘দ্য ব্লাফ’ ?

‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে পথচলা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। তারপর একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি হলিউডে।  এ বার নতুন বছরে ‘দ্য ব্লাফ’ অ্যাকশনধর্মী ফার্স্ট লুক প্রকাশ্যে এনে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সম্ভবত, আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) দুরন্ত অ্যাকশনধর্মী ছবি ‘দ্য ব্লাফ’।