Kolkata : তিন নতুন ট্রেনের যাত্রা শুরু! সাইরাং যুক্ত হলো দেশের সঙ্গে

Published on: September 12, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ভারতীয় রেলওয়ে আনন্দের সঙ্গে ঘোষণা করেছে আইজলের সাইরাং স্টেশন থেকে তিন জোড়া নতুন ট্রেন পরিষেবা চালুর, যা মিজোরাম রাজ্যের রাজধানী সাইরাংকে দেশের গুরুত্বপূর্ণ শহর ও গন্তব্যস্থলের সঙ্গে আরও উন্নতভাবে সংযুক্ত করবে। এই নতুন ট্রেন পরিষেবাগুলি কেবল যাতায়াতের সুবিধা বাড়াবে না, বরং রাজ্যের পর্যটন ও বাণিজ্যিক সংযোগকেও শক্তিশালী করবে। উদ্বোধনী যাত্রা আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন এবং পরবর্তীতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত পরিষেবা শুরু হবে।

প্রথম ট্রেন হলো সাইরাং – আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস। উদ্বোধনী স্পেশ্যাল ট্রেন নং ০২৫০৭ ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকাল ১০:০০ টায় সাইরাং থেকে যাত্রা শুরু করবে এবং ১৫ সেপ্টেম্বর সকাল ৭:৩০ টায় আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে। নিয়মিত পরিষেবা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে ট্রেন নং ২০৫০৭ এর মাধ্যমে, যা প্রতি শুক্রবার বিকেল ৪:৩০ টায় সাইরাং থেকে রওনা হবে এবং রবিবার সকাল ১০:৫০ টায় আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে। বিপরীত দিকের ট্রেন নং ২০৫০৮ প্রতি রবিবার রাত ৭:৫০ টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা হয়ে মঙ্গলবার দুপুর ৩:১৫ টায় সাইরাং পৌঁছাবে। এই যাত্রাপথে ট্রেন বদরপুর জং, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি এবং ভাগলপুর হয়ে চলবে।

দ্বিতীয় ট্রেন হলো ভৈরবী – সাইরাং স্পেশ্যাল। উদ্বোধনী ট্রেন নং ০৫৬০৯ ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকাল ১০:০০ টায় ভৈরবী থেকে রওনা হয়ে সকাল ১১:১৫ টায় সাইরাং পৌঁছাবে। এরপর ট্রেন নং ০৫৬১০ সাইরাং থেকে দুপুর ১২:৩০ টায় গুয়াহাতির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং পরের দিন দুপুর ২:৩০ টায় গুয়াহাতিতে পৌঁছাবে। নিয়মিত পরিষেবা শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে, ট্রেন নং ১৫৬০৯ প্রতিদিন গুয়াহাতি থেকে রাত ৭:০০ টায় রওনা হয়ে পরের দিন সকাল ৮:৩০ টায় সাইরাং পৌঁছাবে। বিপরীত দিকের ট্রেন নং ১৫৬১০ সাইরাং থেকে রাত ৭:০০ টায় রওনা হয়ে পরের দিন সকাল ৮:৩০ টায় গুয়াহাতিতে পৌঁছাবে। এই যাত্রাপথে ভৈরবী, সাইরাং এবং গুয়াহাতি সংযোগকেন্দ্রগুলোকে শক্তিশালী করবে

তৃতীয় ট্রেন হলো কলকাতা – সাইরাং ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস। উদ্বোধনী ট্রেন নং ০৩১২৬ ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকাল ১০:০০ টায় সাইরাং থেকে রওনা হয়ে পরের দিন বিকেল ৫:০০ টায় কলকাতায় পৌঁছাবে। নিয়মিত পরিষেবা শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে, ট্রেন নং ১৩১২৫ প্রতি শনিবার, মঙ্গলবার এবং বুধবার কলকাতা থেকে দুপুর ১২:২৫ টায় রওনা হয়ে পরের দিন রাত ৭:৪৫ টায় সাইরাং পৌঁছাবে। বিপরীত দিকের ট্রেন নং ১৩১২৬ প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল ৭:১৫ টায় সাইরাং থেকে রওনা হয়ে পরের দিন দুপুর ২:৩০ টায় কলকাতায় পৌঁছাবে। এই যাত্রাপথে বদরপুর জং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, গোলকগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং মালদা টাউন হয়ে ট্রেন চলবে, যা পূর্ব ও উত্তরপূর্ব ভারতের মধ্যে সংযোগকে আরও সুদৃঢ় করবে

এই তিন জোড়া নতুন ট্রেন পরিষেবার মাধ্যমে যাত্রীরা সাইরাং থেকে কলকাতা, আনন্দ বিহার ও গুয়াহাতি পর্যন্ত দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য যাতায়াত সুবিধা পাবেন। একই সঙ্গে, মিজোরামের রাজধানী সাইরাং দেশের গুরুত্বপূর্ণ ট্রেন নেটওয়ার্কের সঙ্গে আরও সংযুক্ত হয়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।