India vs South Africa : কুয়াশায় ভেস্তে গেল লখনউ টি-টোয়েন্টি ম্যাচ!

Published on: December 18, 2025
India vs South Africa

Join WhatsApp

Join Now

ঘন কুয়াশার জেরে লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের (India vs South Africa) চতুর্থ ম্যাচ বাতিল হওয়ায় বিতর্ক তুঙ্গে। এই ঘটনার একদিন পরই বিসিসিআইকে কটাক্ষ করে কেরালায় শীতকালে ম্যাচ আয়োজনের পরামর্শ দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। পঞ্চম টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি মঙ্গলবার সন্ধ্যায় লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল তবে ম্যাচ শুরুর পর থেকেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। শেষ পর্যন্ত রাত সাড়ে ৯টা নাগাদ ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হন ক্রিকেটপ্রেমীরা।

আড়ও পড়ুন- South Africa vs India : দেশের মাটিতে লজ্জাজনক হার

তিরুবনন্তপুরমের চারবারের সাংসদ শশী থারুর এক্স-এ লেখেন, উত্তর ভারতের একাধিক শহরে বায়ুদূষণ সূচক (AQI) ৪১১ ছাড়িয়েছে, অথচ কেরালার রাজধানীতে সেই সূচক মাত্র ৬৮। তাঁর বক্তব্য, শীতকালে কুয়াশা এড়াতে দক্ষিণ ভারতে, বিশেষ করে কেরালায় ম্যাচ (India vs South Africa) আয়োজন করা উচিত।সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে থারুর বলেন- “বল যদি চোখেই না দেখা যায়, তাহলে খেলা হবে কীভাবে? দক্ষিণ ভারতে এই দূষণের সমস্যা নেই। সেখানে খেলা হলে দর্শকরাও হতাশ হবেন না।”

শশী থারুর প্রশ্ন-

বিসিসিআই সহ-সভাপতি ও কংগ্রেস নেতা রাজীব শুক্লার বক্তব্য ছিল, উত্তর ভারতের সর্বত্রই কুয়াশার সমস্যা দেখা দিয়েছে। এর জবাবে থারুর প্রশ্ন তোলেন, “তাহলে এই সময়ে উত্তর ভারতে ম্যাচ আয়োজনই বা কেন? দক্ষিণ ভারতে ম্যাচ (India vs South Africa) আয়োজন করুন। রাজীবজিকেও আমি সেটা বলব।” রাজীব শুক্লা এলে থারুর সরাসরি তাঁকে বলেন, “জানুয়ারিতে উত্তর ভারতে ম্যাচ না রেখে কেরালায় নিয়ে আসুন।”

রাজীব শুক্লার বক্তব্য-

রাজীব শুক্লা জানান, রাজ্যগুলির মধ্যে রোটেশন নীতির ভিত্তিতেই ম্যাচ বণ্টন করা হয়। তবে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে ম্যাচ ম্যাচ বাতিল হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, “লখনউয়ে আন্তর্জাতিক ম্যাচ (India vs South Africa) বাতিল হল। কারণ কুয়াশা নয়, স্মগ। দূষণ কমাতে আমরা পার্ক তৈরি করেছিলাম, আর বিজেপি তা ধ্বংস করতে উদ্যত। বিজেপি মানুষের স্বাস্থ্যের কথাও ভাবে না, পরিবেশের কথাও না।” একই সঙ্গে জনপ্রিয় উক্তি ‘মুসকুরাইয়ে, আপ লখনউ মে হ্যায়’-কে ব্যঙ্গ করে অখিলেশ লেখেন, ‘মুঁহ ঢাক লিজিয়ে, আপ লখনউ মে হ্যায়’- অর্থাৎ, মুখ ঢেকে রাখুন, আপনি লখনউয়ে আছেন।