Chennai Supar Kings : হলুদ জার্সি আর ধোনির সেই শেষ চাল!

Published on: December 19, 2025
Chennai Supar Kings : হলুদ জার্সি আর ধোনির সেই শেষ চাল!

Join WhatsApp

Join Now

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) মিনি নিলাম যেন এক আলাদাই রুদ্ধশ্বাস থ্রিলার! আবুধাবির কনকনে শীতের রাতেও উত্তাপ ছড়াল দশটি ফ্র্যাঞ্চাইজির টাকার লড়াই। বিশেষ করে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Supar Kings) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) যেভাবে নিলাম টেবিলে দাপট দেখাল, তাতে ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় উঠেছে।


​Read More : India vs South Africa : কুয়াশায় ভেস্তে গেল লখনউ টি-টোয়েন্টি ম্যাচ!https://24hrstvchannel.com/india-vs-south-africa-lucknow-t20-abandoned-fog/

নিলামের শুরুতেই বাজিমাত করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Supar Kings) ; অভিজ্ঞ তারকাদের পেছনে না ছুটে সিএসকে এবার নজর দিয়েছিল ঘরোয়া ক্রিকেটের দুই তরুণ প্রতিভার দিকে। উত্তরপ্রদেশের অলরাউন্ডার প্রশান্ত বীর (Prashant Veer) এবং রাজস্থানের উইকেটকিপার-ব্যাটার কার্তিক শর্মা (Kartik Sharma), দুজনেই রাতারাতি কোটিপতি হয়ে যান । সিএসকে ম্যানেজমেন্ট এই দুই আনক্যাপড ক্রিকেটারের জন্য ১৪.২০ কোটি টাকা করে খরচ করেছে। আইপিএল ইতিহাসের পাতায় যা এক নজিরবিহীন ঘটনা। প্রশান্ত বীরকে ভাবা হচ্ছে রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে, যিনি বাঁ-হাতি স্পিনের পাশাপাশি মারকুটে ব্যাটিংয়ে দক্ষ ; অন্যদিকে ১৯ বছরের কার্তিক শর্মার ওপর ধোনির উত্তরসূরি হওয়ার বড় দায়িত্ব পড়েছে ।


​এবারের নিলামের সবচেয়ে বড় খবরটি এসেছে কেকেআর ( KKR ) শিবিরের পক্ষ থেকে ; অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিতে রীতিমতো লড়াই চলেছে তবে শেষ পর্যন্ত সিএসকে-কে (Chennai Supar Kings) পেছনে ফেলে ২৫.২০ কোটি টাকায় গ্রিনকে ছিনিয়ে নিল কলকাতা , এর ফলে তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হওয়ার তকমা পেলেন।


Read More : CEO West Bengal: বাংলায় খসড়া ভোটার তালিকা থেকে বাদ ৫৮ লক্ষ নাম!https://24hrstvchannel.com/ceo-west-bengal-voter-list-58-lakh-cut/

​সিএসকে (Chennai Supar Kings) ভক্তদের বড় ধাক্কা দিয়ে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত কয়েক সিজনে চেন্নাইয়ের হয়ে ড্যাথ ওভারে বাজিমাত করা এই বোলার এবার খেলবেন কেকেআর-এর জার্সি গায়ে। শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যেও তিনিই এখন নিলামের সবথেকে দামি প্লেয়ার।


এবার ​এক নজরে দেখে নেবো সিএসকে-র (Chennai Supar Kings) গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তালিকা ,
​সিএসকে তাদের ৯টি খালি জায়গা পূরণ করতে মোট ৪৩.৪০ কোটি টাকার বাজেট নিয়ে নেমেছিল। তাদের প্রধান কয়েকটি খেলোয়াড় হলো:
​প্রশান্ত বীর: ১৪.২০ কোটি টাকা
​কার্তিক শর্মা: ১৪.২০ কোটি টাকা
​রাহুল চাহার: ৫.২০ কোটি টাকা
​আকিল হোসেন: ২ কোটি টাকা
​ম্যাট হেনরি: ২ কোটি টাকা
​বিশেষজ্ঞদের মতে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সিএসকে (Chennai Supar Kings) এবার তাদের চিরচেনা ‘ড্যাড’স আর্মি’ (Dad’s Army) ইমেজ ভেঙে তরুণ রক্তের ওপর বিনিয়োগ করেছে। ধোনির (Dhoni) দীর্ঘমেয়াদী পরিকল্পনারই এটি একটি অংশ। অন্যদিকে, গ্রিন এবং পাথিরানাকে নিয়ে কেকেআর (KKR) তাদের বোলিং ও অলরাউন্ড বিভাগকে এই মুহূর্তে সবথেকে শক্তিশালী করে তুলেছে।

Exit mobile version