Career (Join Us)

Career (Join Us) – 24hrs TV

Career (Join Us)

24hrs TV–তে আমরা বিশ্বাস করি, ভালো টিম মানেই ভালো কনটেন্ট। আপনি যদি নিউজ ও ডিজিটাল মিডিয়া নিয়ে সিরিয়াস হন, তাহলে আমাদের টিমে যোগ দেওয়ার সুযোগ রয়েছে নিচের পজিশনগুলোতে।

1. News Editor

Job Description:

  • ব্রেকিং নিউজ, ডেইলি নিউজ ও স্পেশাল স্টোরি সিলেক্ট করা ও প্রাধান্য নির্ধারণ।
  • রিপোর্টার, কনটেন্ট রাইটার ও ভিডিও টিমের সঙ্গে কোঅর্ডিনেশন করা।
  • স্ক্রিপ্ট, কপি ও গ্রাফিক্সের টেক্সট এডিট ও প্রুফরিড করা।
  • ফ্যাক্ট–চেকিং, সোর্স যাচাই ও নিরপেক্ষতা বজায় রাখা।
  • নিউজ বুলেটিন / ভিডিও স্টোরির ফ্লো, হেডলাইন ও ট্যাগলাইন তৈরি করা।

যোগ্যতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন (জার্নালিজম/মাস কমিউনিকেশন হলে অগ্রাধিকার)।
  • বাংলা ভাষায় শক্তিশালী লিখিত ও মৌখিক দক্ষতা, বেসিক ইংরেজি জানা।
  • নিউজরুমে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
  • ভালো নিউজ সেন্স, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও প্রেশারে কাজ করার মানসিকতা।

2. Content Writers

Job Description:

  • ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ও ভিডিও স্ক্রিপ্টের জন্য বাংলা কনটেন্ট লেখা।
  • ব্রেকিং নিউজ, ফিচার, এক্সপ্লেইনার, হেডলাইন ও ক্যাপশন তৈরি করা।
  • কিওয়ার্ড ও SEO মাথায় রেখে কনটেন্ট অপটিমাইজ করা।
  • এডিটোরিয়াল গাইডলাইন মেনে ক্লিন ও রিডেবল কপিরাইটিং করা।

যোগ্যতা:

  • যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন (বাংলা / জার্নালিজম থাকলে প্লাস পয়েন্ট)।
  • নিখুঁত বানান, ব্যাকরণ ও ভাষার ওপর ভালো দখল।
  • দ্রুত টাইপ করতে পারা এবং ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার অভ্যাস।
  • ডিজিটাল মিডিয়া / অনলাইন পোর্টাল / ব্লগে লেখার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

3. Video Editors

Job Description:

  • নিউজ প্যাকেজ, ফিচার, প্রোমো ও সোশ্যাল মিডিয়া রিল / শর্টস এডিট করা।
  • ফুটেজ কাটিং, ট্রানজিশন, টেক্সট গ্রাফিক, লোয়ার থার্ড ইত্যাদি অ্যাড করা।
  • অডিও ক্লিন–আপ, সাউন্ড লেভেল ব্যালান্স ও বেসিক কালার করেকশন করা।
  • রিপোর্টার, প্রোডিউসার ও গ্রাফিক্স টিমের সঙ্গে সমন্বয় করে ফাইনাল আউটপুট ডেলিভার করা।

যোগ্যতা:

  • Premiere Pro / Final Cut / DaVinci Resolve ইত্যাদির মধ্যে অন্তত একটি সফ্টওয়্যারে দক্ষতা।
  • ভিডিও এডিটিং–এ প্র্যাকটিকাল অভিজ্ঞতা (নিউজ/ইউটিউব/ডিজিটাল মিডিয়া হলে বাড়তি সুবিধা)।
  • টাইমলাইন, ফ্রেমিং ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং–এর ভালো ধারণা।
  • দ্রুত কাজ করার দক্ষতা এবং টিমে কাজ করার মানসিকতা।

4. Voiceover Artist

Job Description:

  • নিউজ প্যাকেজ, ডকু–ফিচার, প্রোমো ও সোশ্যাল মিডিয়া কনটেন্টের জন্য ভয়েসওভার দেওয়া।
  • স্ক্রিপ্ট অনুযায়ী সঠিক টোন, মুড ও ইমপ্যাক্টফুল ডেলিভারি বজায় রাখা।
  • রেকর্ডিং–এর আগে স্ক্রিপ্ট পড়ে প্রস্তুতি ও প্রি–প্র্যাকটিস করা।
  • অডিও টিমের সঙ্গে কোঅর্ডিনেট করে ক্লিন ও প্রফেশনাল আউটপুট তৈরি করা।

যোগ্যতা:

  • পরিষ্কার, স্পষ্ট ও এক্সপ্রেসিভ বাংলা উচ্চারণ।
  • নিউজ/ডকু/কমার্শিয়াল ভয়েসওভার অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার।
  • বেসিক হোম রেকর্ডিং সেট–আপ থাকলে প্লাস পয়েন্ট।
  • টাইম মেইনটেইন করা ও নির্দেশনা অনুযায়ী কাজ করতে স্বাচ্ছন্দ্য।

5. Graphics Designer (Canva, Photoshop)

Job Description:

  • নিউজ থাম্বনেইল, সোশ্যাল মিডিয়া পোস্ট, স্টোরি ও রিল কভার ডিজাইন করা।
  • নিউজ বুলেটিন, ব্রেকিং টেমপ্লেট, লোয়ার থার্ড ও ইনফোগ্রাফিক তৈরি করা।
  • 24hrs TV–র ব্র্যান্ড কালার, ফন্ট ও স্টাইল গাইড ফলো করে ভিজ্যুয়াল ডিজাইন করা।
  • রিপোর্টার, কনটেন্ট রাইটার ও ভিডিও এডিটরদের সঙ্গে সমন্বয় করে ভিজ্যুয়াল কনটেন্ট বানানো।
  • ডেডলাইনের মধ্যে ডিজাইন ডেলিভার করা ও সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী স্টাইল আপডেট রাখা।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীরা তাঁদের CV/Resume, সাম্প্রতিক ফটো এবং (যদি থাকে) লেখা স্যাম্পল / শো–রিল / পোর্টফোলিও ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন।

যোগ্যতা:

  • Canva ও Adobe Photoshop–এ ভালো দক্ষতা (Illustrator জানলে বাড়তি সুবিধা)।
  • সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, নিউজ গ্রাফিক্স বা ইউটিউব থাম্বনেইল তৈরির অভিজ্ঞতা।
  • কালার কম্বিনেশন, ফন্ট সিলেকশন ও লেআউটের উপর ভালো সেন্স।
  • দ্রুত ও ডেডলাইন মেনে কাজ করার মানসিকতা।
  • ক্রিয়েটিভ আইডিয়া ও নতুন ডিজাইন কনসেপ্ট ভাবার দক্ষতা।

নোট: শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের সঙ্গেই ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে।