Workers Demand: ‘বেতন বাড়াও, সময় স্বীকৃতি দাও’ দাবি অঙ্গনওয়াড়ি কর্মীদের

Published on: December 3, 2025
Workers Demand

Join WhatsApp

Join Now

অঙ্গনওয়াড়ি কর্মী (Workers Demand), সহায়করা বুধবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে তাদের ধর্মঘট প্রত্যাহার করেছেন।সারা রাজ্যজুড়ে আন্দোলনের নেতৃত্বে দেওয়া এস বরালক্ষ্মী এক সংবাদ মাধ্যম-কে জানান কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী এবং প্রহ্লাদ জোশি তাঁদের ধর্মঘট তুলে নিয়ে দিল্লিতে আলোচনায় যোগ দিতে অনুরোধ করেছেন।

আড়ও পড়ুন: Flight UDF hike: দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাড়তে পারে ইউজার ফি, যাত্রী বৃদ্ধিতে ধাক্কার আশঙ্কা

বরালক্ষ্মী-র বক্তব্য

বরালক্ষ্মী বলেন, “এখনও কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আমরা দিল্লিতে যাব, আমাদের দাবি তুলে ধরব এবং দাবি পূরণের নির্দিষ্ট সময়সীমা চাইব”।সোমবার অঙ্গনওয়াড়ি (Workers Demand) ও মধ্যাহ্নভোজন কর্মীদের প্রতিনিধিরা অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তাঁদের অভিযোগ-কেন্দ্র তাঁদের চারটি নতুন শ্রম কোডে অন্তরভুক্ত করেনি, চাকরি নিয়মিতকরণ করছে না, বেতন বৃদ্ধি পাচ্ছে না এবং ইএসআই ও প্রেসিডেন্ট ফান্ডের মতো সুবিধা দিচ্ছে না।

আড়ও পড়ুন: Elon Musk’s Talks : নিখিলের পডকাস্ট-এ কি বললেন এলন মাস্ক

ডিসেম্বর ১-এ ফ্রিডম পার্কে শুরু হওয়া এই ধর্মঘট ১০ দিন চলার কথা ছিল।কেন্দ্র মোট ২৯ টি শ্রম আইনকে একত্র করে চারটি কোড – মজুরি, শিল্প সম্পর্ক, সামাজিক নিরাপত্তা, এবং পেশাগত নিরাপত্তা , স্বাস্থ্য ও কর্মপরিবেশ-রুপে নির্ধারণ করেছে।

চিঞ্চোলির অঙ্গনওয়াড়ি কর্মী (Workers Demand) ইন্দিরা বাই(৪৫), যিনি মাসে ১২,০০০ টাকা বেতন পান, বলেন, “দুই দিন (সোমবার ও মঙ্গলবার) রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি ও মন্ধ্যান্নভোজ কর্মী লক্ষ্মী (৪৮) বলেন, “আমি ৪,৭০০ টাকা বেতন পাই, যা ২০০৯ সাল থেকে একই আছে। বাজারে সব পণ্যের দাম বাড়ছে, এই বেতন কিই বা কেনা যায়? কেন্দ্রকে আমাদের নুন্যমত মজুরি আইন, ১৯৪৮ অনুযায়ী বেতন দিতে হবে এবং আমাদেরকে প্রকৃত সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে, “স্কিম ওয়ার্কার হিসেবে নয়”।

এছাড়াও, কর্মীরা অঙ্গনওয়াড়ি (Workers Demand), স্কুল ও স্বাস্থকেন্দ্রে তাঁদের কাজের সময় চার ঘণ্টা থেকে ছয় ঘণ্টা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। লক্ষ্মী বলেন, “সরকারিভাবে চার ঘণ্টা বলা হলেও আমরা ছয় ঘণ্টারও বেশী সময় কাজ করি। অধিকাংশ স্কুল গ্রুপ ডি কর্মী না থাকায় রান্নার পাশাপাশি সব দায়িত্ব মন্ধ্যান্নভোজ কর্মীদের সামলাতে হয়। তাই কেন্দ্রকে অবিলম্বে ১.০০০ টাকা ভাতা বৃদ্ধি করতে হবে”।