Accident in Kazakhstan: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় মেডিক্যাল ছাত্রীর, আহত আরও দুই

Published on: January 14, 2026
Accident in Kazakhstan

Join WhatsApp

Join Now

কাজাখস্তানে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় মেডিক্যাল ছাত্রীর (Accident in Kazakhstan)। আহত হয়েছেন আরও দুই ভারতীয় ছাত্রী। এক্স-এ প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কাজাখস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাস সূত্রে জানা গেছে, সেমে মেডিক্যাল ইউনিভার্সিটির মোট ১১ জন ভারতীয় ছাত্রছাত্রী একটি ভ্রমণ থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন। এই দুর্ঘটনায় ২৫ বছর বয়সি ছাত্রী মিলি মোহন প্রাণ হারান। আহত দুই ছাত্রী হলেন আশিকা শীজামিনি সন্থোষ ও জাসিনা বি। তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং উস্ত-কামেনোগোর্স্ক শহরের সিটি হাসপাতাল নম্বর ১-এ চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন- Nipah Virus Alert in Bengal: নিপাহ ভাইরাসের সন্দেহে রাজ্যে সতর্কতা, দুই কেস শনাক্ত AIIMS কল্যাণীতে

ভারতীয় দূতাবাস জানিয়েছে, “সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল। মৃত ছাত্রীর পরিবারকে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।” পাশাপাশি দূতাবাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হাসপাতাল ও সংশ্লিষ্ট পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বলেও জানানো হয়েছে (Accident in Kazakhstan)।

দূতাবাস আরও জানায়, আহত ছাত্রছাত্রীদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই কাজাখস্তানে পৌঁছেছেন এবং দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। এই কঠিন সময়ে পরিবারগুলিকে সবরকম সহায়তা করা হচ্ছে। একই সঙ্গে মৃত ছাত্রীর মরদেহ দ্রুত ভারতে ফেরানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে (Accident in Kazakhstan)।

উল্লেখ্য, এই দুর্ঘটনাটি ঘটে মধ্য এশিয়ার বিখ্যাত আলতাই পর্বতমালা অঞ্চলে (Accident in Kazakhstan)। রাশিয়া, চীন, মঙ্গোলিয়া ও কাজাখস্তান জুড়ে বিস্তৃত এই পর্বতমালা তার প্রাকৃতিক সৌন্দর্য ও উচ্চ শৃঙ্গের জন্য পরিচিত। এখান থেকেই ওব ও ইরতিশ নদীর মতো একাধিক গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি হয়েছে।