ED Raid: মুখ্যমন্ত্রী পৌঁছনোর পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, দাবি কেন্দ্রীয় সংস্থার

Published on: January 8, 2026
ED Raid

Join WhatsApp

Join Now

পশ্চিমবঙ্গে আই-প্যাক (Indian Political Action Committee) প্রধান প্রীতিক জৈনের বাড়ি ও সংস্থার দফতরে চালানো কেন্দ্রীয় সংস্থার তল্লাশি (ED Raid) অভিযান ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দাবি করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যক পুলিশ আধিকারিক নিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর আগ পর্যন্ত তল্লাশি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই চলছিল।

আরও পড়ুন- Hubballi Arrest Controversy: ভাইরাল ভিডিও ঘিরে হুবল্লি পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন

ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এই তল্লাশি (ED Raid) অভিযান একটি কয়লা পাচার সংক্রান্ত মানি লন্ডারিং মামলার তদন্তের অংশ। ইডির বক্তব্য অনুযায়ী, কয়লা পাচারের মাধ্যমে সংগৃহীত বিপুল অঙ্কের অর্থ হাওলা লেনদেনের মাধ্যমে আই-প্যাকের কাছে পৌঁছেছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় আই-প্যাক প্রধান প্রীতিক জৈনের বাসভবন ও সংস্থার দফতরে তল্লাশি শুরু হয়। পিটিআই সূত্রে জানা গেছে, দুপুর নাগাদ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা প্রথমে সেখানে পৌঁছন। তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান এবং প্রায় ২০-২৫ মিনিট সেখানে অবস্থান করেন। পরে তাঁকে হাতে একটি সবুজ ফাইল নিয়ে বেরোতে দেখা যায়।

তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে ইডির (ED Raid) অভিযোগ, তাঁর আগমনের পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তল্লাশিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অসাংবিধানিক” বলে দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা আমাদের আইটি প্রধানের বাড়িতে হানা দিয়েছে। আমার দলের গুরুত্বপূর্ণ নথি ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হচ্ছিল, যেখানে বিধানসভা নির্বাচনের প্রার্থী সংক্রান্ত তথ্য ছিল। আমি সেগুলো ফিরিয়ে এনেছি।”

এর পাশাপাশি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, “আপনারা যদি আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে না পারেন, তাহলে কেন্দ্রীয় সংস্থা (ED Raid)-কে ব্যবহার করছেন কেন? গণতান্ত্রিকভাবে লড়ুন, ভোটে হারান।” একপ্রকার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “আমরাও চাইলে বাংলায় বিজেপির অফিসে তল্লাশি চালাতে পারি, কিন্তু আমরা সংযম দেখাচ্ছি।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মমতা বলেন, “দয়া করে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। এভাবে আমাদের কাগজ, কৌশল, ভোটার ডেটা লুট করে বিজেপির আসন শূন্য হয়ে যাবে।”


উল্লেখ্য, আই-প্যাক পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করে এবং দলের আইটি ও মিডিয়া সেলও দেখভাল করে। এই তল্লাশি (ED Raid) অভিযানকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হয়েছে।