BLO তালিকায় কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম? মালদায় বিতর্কের ঝড়!

Published on: October 30, 2025
malda tmc candidate motiul ansari

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি:  SIR চালু হতেই বিতর্কের ঝড়। এবার BLO তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যর নাম ঘিরে বির্তক। মালদায় BLO তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মতিউল আনসারীর নাম। তিনি আবার একদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও। কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যর নাম BLO  তালিকায় থাকবে? এই নিয়ে সরব হয়েছে বাম শিবির। ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম বাতিলের দাবিতে মালদার মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ জেলা বামফ্রন্টের।

ধর্ষণের অভিযোগ মিলতেই রামপুরহাটের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বড় পদক্ষেপ দলের

জানা গিয়েছে, মালদার মানিকচকে BLO দের তালিকায় এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মতিউল আনসারীর নাম।অন্যদিকে তিনি শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও। তবে তৃণমূলের জনপ্রতিনিধি থাকায় তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ।তাই নাম বাতিলের দাবিতে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ জমা দেন মালদা জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা।

‘জেলে যেতে হবে’ BLO-দের কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা বলেন, ‘তৃণমূলের জনপ্রতিনিধি ইলেকশন কমিশনের কাজ করলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাই তার নাম বাতিলের আবেদন জানিয়েছি।’ যদিও মতিউল আনসারীর দাবি,  ‘তিনি বিগত ২১ বছর ধরে বিএলও হিসাবে কাজ করছেন’। তাই প্রশাসনের পক্ষ থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রশাসন যা সিদ্ধান্ত নেবে তাই তিনি মেনে নেবেন।

অন্যদিকে বিষয়টি বিডিওর সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের জনপ্রতিনিধি পিঙ্কি মন্ডল।