তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি! হাসপাতালে কর্মীদের ‘মারধরে’ ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

Published on: October 28, 2025
malda-hospital-tmc-threat_aggitation

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি:  তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি! হাসপাতালে ঢুকে তান্ডব! অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর! পাঁচ লক্ষ টাকা দাবি। টাকা না দিলে প্রাণনাশের হুমকি। ঘটনায় তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা।

Bardhaman : তৃণমূল কার্যালয় লাগোয়া ঘরে মহিলাকে দিনের পর দিন নির্যাতন! গ্রেপ্তার তিন তৃণমূল কর্মী! তোলপাড় রাজ্য-রাজনীতি

জানা যায়, গভীর রাতে ইংলিশ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আই এন টি টি ইউসি-র জেলা-সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। অভিযোগ,সেই সময় মারধর করা হয় ডিউটিতে থাকা সাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে। সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়।

malda-hospital-tmc-threat_aggitation
malda-hospital-tmc-threat_aggitation

এদিকে বিষয়টি জানা জানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডি কর্মীরা। তারা জানান, আর জি করের ঘটনা এখনো দগদগে। এরমধ্যে এই ঘটনায় তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন। তাদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্ন তুলেও সোচ্চার হন তারা। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতা।

প্রসঙ্গত, জানা গিয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে ১৩৫ জন গ্রুপ-ডি কর্মী রয়েছেন। যাদের মধ্যে প্রায় ৫০ জন মহিলা। চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি।