২৪ আওয়ার্স টিভি ডেস্ক :টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত নেপাল। নিম্নচাপের প্রভাবে গত দুই-তিন দিন ধরে অবিরাম বর্ষণে ভূমিধস, আকস্মিক বন্যা ও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নেপাল সরকার রবিবার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে।স্বরাষ্ট্র সচিব রামেশ্বর দঙ্গল জানিয়েছেন, ৬ অক্টোবর পর্যন্ত উচ্চ সতর্কতা জারি থাকবে। এই সময়ে সব সরকারি স্কুল, কলেজ, অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত দপ্তরগুলিতে ছুটি নেই।ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, প্রশাসন সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। সেনা, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনও বৃষ্টিপাত চলবে।
নেপালের কোশি, গণ্ডক ও বাগমতিসহ একাধিক নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে, যা নেপাল ও ভারতের বিহার—উভয়ের জন্যই বিপদের কারণ হতে পারে।শনিবার পর্যন্ত প্রাপ্ত তথ্যে, রাউতহাটে সর্বাধিক ২৭০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গৌড়ে ২৪৩.৬ মিমি, পারসার মুডলিতে ২৩১.৮ মিমি, বীরগঞ্জে ২২১.৬ মিমি বৃষ্টি হয়েছে।লাগাতার বৃষ্টির জেরে কাঠমান্ডুর প্রবেশ ও প্রস্থান বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ বিমান চলাচলও স্থগিত। পর্যটকদের আপাতত হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ভূমিধসের কারণে একাধিক পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে সেনা মোতায়েন করা হয়েছে এবং বিপদগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
