SSC : “পরীক্ষা চলুক স্বাভাবিক , নির্ভুলদের যোগ্য তালিকা প্রকাশের দাবি সুমন বিশ্বাসের “

Published on: September 7, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : পরীক্ষা যেমন চলছে চলুক নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব,এসএসসি পরীক্ষা দিতে এসে জানিয়ে দিলেন সুমন বিশ্বাস।যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ সুমন বিশ্বাস।অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবীতে এসএসসি অভিযান সহ নানা আন্দোলন করেছেন সুমন বিশ্বাস।যারা যোগ্য তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে এ প্রশ্ন তুলেছেন।সুপ্রিম নির্দেশে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য করে।সেই মত আজ মাধ্যমিক স্তরের পরীক্ষা হচ্ছে।

চুঁচুড়া বিনোদিনী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস।পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তিনি বলেন,এই পরীক্ষাও বাতিল হবে।এসএসসি অযোগ্যেদর যে তালিকা প্রকাশ করেছে সেটা লিস্ট ওয়ান, এই পরীক্ষায় সেই অযোগ্যও আছে।তাই এই পরীক্ষা নিয়ে মামলা হবে।আমরা অনেক কষ্ট নিয়ে পরীক্ষা দিচ্ছি এক রাতের প্রস্তুতি নিয়ে।যে এসএসসি চোর তারা বলছে লিস্ট ওয়ান বেরিয়েছে আরো আছে।তাহলে নিজেদের চুরি ঢাকতে তারাহুরো করে পরীক্ষা নিচ্ছে।আমরা আশা করব সমষ্টির কথা ভেবে আর আগের মত কিছু হবে না।পরীক্ষা যেমন চলছে চলুক।আমরা নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশের দাবী জানাচ্ছি।যে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব।