Read More

বলিউডে ‘থামা’ ছবিতে গান গেয়ে মন জয় বালুরঘাটের ছেলে সৌম্যদীপের

২৪ আওয়ার্স টিভি : বলিউডে সদ্য মুক্তি পাওয়া “থামা” ছবিতে গান গেয়ে মন জয় করলো জনপ্রিয় বালুরঘাটের ছেলে সৌম্যদীপ। কথায়

soumyodeep with ayushman
soumyodeep achive his dream

২৪ আওয়ার্স টিভি : বলিউডে সদ্য মুক্তি পাওয়া “থামা” ছবিতে গান গেয়ে মন জয় করলো জনপ্রিয় বালুরঘাটের ছেলে সৌম্যদীপ। কথায় আছে মানুষের নিষ্ঠা , ধৈর্য, চেষ্টা আর একনিষ্ঠ পরিশ্রমের জোরে মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে । আর এবার সেই অসম্ভব কে সম্ভব করল বালুরঘাটের সৌম্যদীপ । নিজের ছোট শহর থেকে উঠে এসে স্বপ্নের নগরী মুম্বাইতে পাড়ি দিয়েছে সৌম্যদীপ আর সেখানেই বাজিমাত এক ফোন কোলে।

soumyodeep sarkar
soumyodeep sarkar

দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের ছেলে সৌম্যদীপ সরকার। যার গান মন কেড়েছে প্রত্যেক বলিউড গান প্রেমীদের। এখন সেই গানই শোনা যাচ্ছে সবার মুখে মুখে , এমন কি সোশ্যাল মিডিয়াত খুলেই চোখে পড়ছে সৌম্যদীপের গাওয়া গান। বর্তমানে সৌম্যদীপের গাওয়া ‘রেহে না রেহে হাম’ গানটি নেটিজেনদের কাছে যেমন জনপ্রিয় তেমনই সোশ্যাল মিডিয়াজুড়ে একদম ট্রেনডিং।

BLO তালিকায় কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম? মালদায় বিতর্কের ঝড়!

ইতিমধ্যে মুক্তি পেয়েছে পরিচালক অমর কৌশিকের পরিচালিত ছবি “থামা”। আর সেই ছবিতেই অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, পরেশ রাওয়াল ও নাওয়াজ উদ্দিন সিদ্দিকী। এই নামীদামী তারকাদের অভিনীত এই হিন্দি সিনেমার সাথে এবার নাম জড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের ছেলে সৌম্যদীপের । এই ছবিতে মন জুড়ানো গান গেয়েছেন বালুরঘাটের সৌম্যদীপ সরকার। অমিতাভ ভট্টাচার্যের কথায় এবং শচীন-জিগারের সুরে গাওয়া “রেহে না রহে হাম” গান এখন সবার মুখে মুখে। সৌম্যদীপের এই সাফল্যে গর্বিত সমগ্র দক্ষিণ দিনাজপুরবাসী।

বর্তমানে নিজের গানের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মুম্বাইতে আছেন তিনি। সৌম্যদীপ এর কথায়, “একজন প্রতিষ্ঠিত সংগীত শিল্পী হওয়ার লক্ষ্যে লড়াই করছি। এবার সবার আশীর্বাদ ভালোবাসার পরিশ্রম আমার এগিয়ে যাওয়ার একমাত্র চাবিকাঠি”।
ধর্ষণের অভিযোগ মিলতেই রামপুরহাটের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বড় পদক্ষেপ দলের

সৌম্যদীপ কলকাতা ও মুম্বইয়ের একাধিক গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালে একটি গানের রিয়েলিটি শোতে দ্বিতীয় ধাপে পৌঁছলেও বাদ পরে যায় সে; আর সেটাই ছিল সৌম্যদীপের জীবনের টার্নিং পয়েন্ট। মুম্বই থেকে নিজের বাড়ি বালুরঘাটে ফিরে আসার সময় ঘটনাচক্রে ঐ রিয়ালিটি শো-এর পরিচালক শচীন-জিগার সৌম্যদীপকে ফোন করে মুম্বাইতে ডাকেন আর এরপর তাকে আর পিছনে ফিরতে হয়নি।

স্বপ্ন উড়ানের ডানা মেলে মুম্বইতে গিয়ে তাদের লেখা, সুর ও মিউজিক দেওয়া “থামা” সিনেমার “রাহে না রাহে হাম”  গান গাওয়ার সুযোগ পায় সে এবং তাতেই বাজিমত। গান রিলিজ হওয়ার পরেই সেটা সবার মন কেরে নেয়। সৌম্যদীপ আরো জানান, ” বলিউডে নিজে গান গাইতে পেরে আমি ধন্য ও আপ্লুত। সুযোগ পেয়েছি শচীন-জিগার স্যারের জন্য, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। একদম ছোট থেকে শিল্পী হওয়ার বরাবরের ইচ্ছে আমার । নিয়মিত গান চর্চা করি সবার আশীর্বাদ ভালবাসা সাথে আছে, একনিষ্ঠভাবে পরিশ্রম করে আরো এগিয়ে যেতে চাই”।

গর্বিত সৌম্যদীপের বাবা বিপুল সরকার ছেলের এই সাফল্যে গর্বিত হয়ে বলেন, “ও সঙ্গীত জগতে আরো প্রতিষ্ঠিত হোক এটাই চাওয়া”। সৌম্যদীপের বাবার চোখে মুখে ফুটে উঠেছে ছেলের প্রতি গর্ব ও উচ্ছ্বাস । সৌম্যদীপের এই নিষ্ঠা আর অক্লান্ত পরিশ্রম একটা মাইলফলক হয়ে দাঁড়াতে চলেছে সংগীত জগতে, তাকে দেখেই অনুপ্রাণিত হবে আরো অনেকে; তারা শিখতে পারবে চেষ্টা , নিষ্ঠা , ধৈর্য্য আর নিজের প্রতি বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় ।

Thank You for Reading – 24 HRS TV

Thank you for taking the time to read our news at 24 Hrs TV.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Team 24 Hrs TV