২৪ আওয়ার্স টিভি : অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো ভারতীয় মহিলা ক্রিকেট দল! রুদ্ধশ্বাস লড়াইয়ে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা করে নিলো টিম ইন্ডিয়া। ৩৪১ রানের দাপুটে ইনিংস খেলে ভারতীয় মেয়েরা এবার চোখ রেখেছে সেই কাঙ্ক্ষিত ICC ট্রফি জয়ের দিকে।
বলিউডে ‘থামা’ ছবিতে গান গেয়ে মন জয় বালুরঘাটের ছেলে সৌম্যদীপের
এই ম্যাচে জেমাইমা রোদ্রিগেজের দুর্দান্ত শতরান ছিল চোখে দেখার মতো, তার স্টাইল, আত্মবিশ্বাসে তিনি যেন পুরো ম্যাচের ছন্দ বদলে দেন। অন্যদিকে, বাংলার গর্ব রিচা ঘোষ নিজের স্বাভাবিক ধীরস্থিরতায় দলকে চাপে পড়তে দেননি। ম্যাচের পর একটা সাক্ষাৎকারে রিচা বলেন, “যখন আমি ব্যাটিং করতে গিয়েছিলাম, তখন প্রায় সব উইকেটই পড়ে গিয়েছিল। তখন আমার আর আমানজত কৌর-এর কাজ ছিল একটা ভালো পার্টনারশিপ গড়া। আমরা ঠিক করেছিলাম কিভাবে ইনিংসটা টেনে নিয়ে যাওয়া যায়। আমি কখনোই কিছু আগে থেকে প্ল্যান করি না আমি শুধু চাই যে, যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে যেন সবসময় প্রস্তুত থাকতে পারি। যত ওভার বাকি থাকে, আমি সেটাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই।”
দেশে ফিরতে গিয়ে পাকড়াও বাংলাদেশী! হলদিবাড়ি, লালগোলা থেকে একের পর এক বাংলাদেশী আটক!

এই জয়ের পর গোটা দেশ উচ্ছ্বাসে মেতে উঠেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছা বার্তা এবং অভিনন্দনের বন্যা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা, সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় মহিলা দলের প্রতিটি সদস্যকে।
দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ম্যাচ শেষে জানান, “এই জয় আমাদের পরিশ্রমের ফল। মেয়েরা যেভাবে নিজেদের দক্ষতা আর মানসিক শক্তি দিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, সেটা সত্যিই গর্বের বিষয় । কিন্তু এখানেই উচ্ছ্বাসের শেষ নয় , আমাদের চোখ এখন ফাইনালের দিকে। ” তাদের জয় দেখে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট দল এবং আগামী ম্যাচের জন্যে তাদের শুভকামনা জানিয়েছে ।















