২৪ আওয়ার্স টিভি: জগদ্দলের এক্সাইড ব্যাটারি কারখানায় আয়কর দপ্তরের হানা। বুধবার বেলায় জগদ্দলের এক্সাইড ব্যাটারি কারখানায় হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁরা কারখানার ভেতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালায়। যদিও কী কারনে আয়কর দপ্তরের এই তল্লাশি অভিযান, তা এখনও জানা যায়নি।
SIR-এর আড়ালে NRC? রাজ্য-কেন্দ্রকে এক যোগে তোপ বাম-কংগ্রেসের
এদিকে আয়কর হানা নিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, ‘প্রাক্তন সাংসদ অর্জুন সিং আয়কর বিভাগকে দিয়ে এই কারখানায় রেড করিয়েছেন। অর্জুন সিং চাইছেন যাতে কারখানাটি বন্ধ হয়ে যায়’।
https://www.youtube.com/watch?v=8q66cKIth3M
তবে সোমনাথ শ্যামকে পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপির ব্যারাকপুর জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গুর পান্ডে। পাল্টা অভিযোগ দেগে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই এই কারখানায় দুর্নীতি চলছে। ঠিকমতো জিএসটি জমা পড়ছে না। ইনকাম ট্যাক্স ফাইল ঠিকমতো মেইনটেন করা হয় না’। তাঁর আরও অভিযোগ, ‘ঠিকাদারি নিয়ে এখানে জগদ্দলের বিধায়কের পারিবারতন্ত্র চলছে। ওই কারখানার দুর্নীতি নিয়ে কেন মুখ খুলছেন না শাসকদল?’ এমনটাই প্রশ্ন তোলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গুর পান্ডে।
















