২৪ আওয়ার্স টিভি: SIR লাগু হতেই বিভিন্ন সীমান্ত এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। এই রেশের মাঝেই একের পর এক বাংলাদেশিকে গ্রেফতার দুটি পৃথক এলাকা থেকে ২ বাংলাদেশীদের আটক করে হলদিবাড়ি থানার পুলিশ। অন্যদিকে লালগোলায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
BLO তালিকায় কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম? মালদায় বিতর্কের ঝড়!
জানাগিয়েছে, স্থানীয় ভারতীয়ের সাহায্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এক বাংলাদেশীর, ঘটনায় লালগোলায় গ্রেফতার তিন জন। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। সেই সময় বাংলাদেশি নাগরিককে রাধা কৃষ্ণপুর গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে, সেখানে থেকে পুলিশ একজন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম ইসমাইল সেখ ও আকাশ শেখ। এরা দুজনে ভারতীয়। তবে দুলাল শেখের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাধাকৃষ্ণপুর সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। আর তাদের এই অনুপ্রবেশে সাহায্য করছিল লালগোলা এলাকার স্থানীয় ব্যক্তি ইসমাইল শেখ এবং আকাশ শেখ। এরপরেই তাদের গ্রেফতার করে পুলিশ।
ধর্ষণের অভিযোগ মিলতেই রামপুরহাটের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বড় পদক্ষেপ দলের
অন্যদিকে, দুটি পৃথক এলাকা থেকে ২ বাংলাদেশীকে আটক করে হলদিবাড়ি থানার পুলিশ। জানা যায়, ধৃত ব্যক্তির নাম শরজিৎ বালা, বয়স আনুমানিক ৪০ বছর। বাংলাদেশের ফরিদপুর জেলার কামরখালি এলাকার বাসিন্দা। দেড় বছর আগে অবৈধভাবে ভারতে এসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ইন্দিরামোড়ে বসবাস শুরু করে। চা ফ্যাক্টরিতে লেবারের কাজও করতেন দীর্ঘদিন ধরেই। তবে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার সময়ই তাকে আটক করে পুলিশ।
জগদ্দলে আয়কর হানা! পেছনে অর্জুন সিংয়ের হাত? তুঙ্গে রাজনৈতিক তরজা!
পাশাপাশি, বুধবার সকালে হলদিবাড়ি কসমো বাজারের সামনে থেকে তিন জনকে আটক করে হলদিবাড়ি থানার পুলিশ ।
জানা যায় , ধৃতদের নাম নিলু প্রামানিক ওরফে নিলয় মন্ডল। সে বাংলাদেশের রংপুর জেলার মধ্য সাতনাই এর বাসিন্দা। এছাড়াও ৩ বছরের কন্যা- সহ বছর ২৪ -এর আসমা মন্ডলকে আটক করে পুলিশ । জানা গিয়েছে, আসমা দক্ষিন ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা। নিলু প্রামানিক ওরফে নিলয় মন্ডল বিগত ১৫ বছর আগে কেরলে কাজের সূত্রে ভারতে আসে। এরপরেই জয়নগরের আসমাকে বিয়ে করেন। তাদের একটি ৩ বছরের নাবালিকা কন্যা রয়েছে। হলদিবাড়ি – মেখলিগঞ্জ রাজ্য সড়ক দিয়ে টোটোতে করে যাওয়ার সময়েই কসমো বাজারের সামনে তাদের আটক করে হলদিবাড়ি থানার পুলিশ।













