২৪ আওয়ার্স টিভি: ফের শহরে কোটি কোটি টাকা উদ্ধার। তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১ কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। জানা গিয়েছে, পুরোনিয়োগ মামলার তদন্তে নেমে এদিন ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আর সেখান থেকেই উদ্ধার হয় ১ কোটি ২০ লক্ষ টাকা-সহ বিপুল অংকের সোনা।
অ্যাকশান মোডে ED! বেলেঘাটার ব্যবসায়ীর বাড়িতে কীসের খোঁজে ED?
জানা গিয়েছে, লেকটাউনে ওই ব্যক্তিরই একটি গুদাম রয়েছে। সেখানেও তদন্ত চালায় ইডি আধিকারিকরা। তল্লাশি চালিয়ে সেখান থেকে কয়েক কেজি সোনা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। আর তা নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দুর্নীতির পেছনে কারা কারা যুক্ত রয়েছেন, প্রকাশ্যে তা জানালেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর কথায়, ১৭ জন চেয়ারম্যান -সহ নেতা মন্ত্রীরাও যুক্ত রয়েছে পুরো নিয়োগ দুর্নীতিতে। আর সেই তালিকায় নাম রয়েছে দমকল মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র রোথিন ঘোষ। এমনকি মদন মিত্রও এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী।















