২৪ আওয়ার্স টিভি : 2002 সালে SIR প্রক্রিয়া সম্পন্ন করতে ২ বছর সময় লেগেছিল, এখন সেই জায়গায় কীভাবে ২ মাসে সেই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব এই প্রশ্ন তুলেই সরব হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই প্রশ্নেরই জবাব দিলেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক মানোজ আগারওয়াল।
শহরে ফের কোটি কোটি টাকা! দুর্নীতিতে যুক্ত কারা? প্রকাশ্যে নাম বললেন শুভেন্দু অধিকারী
SIR নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উথতে শুরু করে এতো অল্প সময়ে কী ভাবে এতো বড় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব? আর তা নিয়ে প্রথম থেকেই সুর চরায় শাসক শিবির। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে থাকে SIR নিয়ে কেন এতো তাড়া কেন্দ্র সরকারের? যদি SIR করতেই হত, তবে কেন তা আগে করা হল না? যখন ২৬ এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায় তখন কেন SIR করতে এতো তাড়া কেন্দ্রের? তবে কি ভোট ব্যাঙ্কে কোপ বসাতেই এই রণ কৌশল মোদী সরকারের? এই প্রশ্ন বানে যখন জর্জরিত রাজ্য রাজনীতি তখন আরও একবার সেই প্রশ্নই সামনে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আরও একবার সেই প্রশ্নই তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে বিহারের উদাহরণ দিয়ে, অভিজ্ঞ আধিকারির ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে এই প্রক্রিয়া সহজেই সম্পন্ন করা সম্ভব সে কথাই স্পষ্ট জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিহারের ক্ষেত্রে যদি কোনও রকম অভিজ্ঞতা ছাড়াই সুন্দর ভাবে গোটা SIR প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তবে বাংলার ক্ষেত্রে কেন তা সম্ভব নয়? সে কথাই বলেন মানজ আগারওয়াল।














