২৪ আওয়ার্স টিভি: নাগড়াকাটায় হামলার ২২ দিন কেটে গিয়েছে। এখনও পুরপুরি সুস্থ নন খগেন মুর্মু। গত ৬ অক্টোবর নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এরপর তার চিকিৎসা চলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। গত শনিবার রাতে ২৫ অক্টোবর তিনি বাড়িতে ফিরে আসেন। কিন্তু শারীরিক অবস্থা মোটেই ভালো নেই তার। একটি চোখে ঝাপসা দেখছেন তিনি। পাশাপাশি চোখের নিচের হারে ৩/৪ টি ফ্যাকচার রয়েছে। ফলে খেতে ও কথা বলতে অসুবিধা হচ্ছে। তবে এদিন আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে চেপে দিল্লির এইমস-এর উদ্দেশ্যে রওনা দেন সাংসদ।
শহরে ফের কোটি কোটি টাকা! দুর্নীতিতে যুক্ত কারা? প্রকাশ্যে নাম বললেন শুভেন্দু অধিকারী
আহত সাংদের স্ত্রী মঞ্জু কিস্কু এবং বিজেপি নেতা নীলাঞ্জন দাস জানিয়েছেন, গত ৬ অক্টোবর তার ওপর প্রাণঘাতী হামলা হয়। গত কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেও শারীরিক অবস্থা ভালো নেই। তাই বাড়তি চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিন ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সাংসদ খগেন মুর্মু।
















