২৪ আওয়ার্স টিভি: বেলেঘাটা-সহ একাধিক জায়গায় ইডি-র হানা। সাতসকালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার একাধিক জায়গায় অভিযানে নেমেছে ইডি আধিকারিকরা। বেলেঘাটা, বেন্টিক স্ট্রিট, পার্কস্ট্রিট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
ED: ইডি-র তলব, বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে হাজিরা টলিউড অভিনেতা অঙ্কুশের

জানা গিয়েছে, বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িতে এদিন সকালে পৌঁছয় ইডির ৬ জন আধিকারিকদের একটি দল। বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে লক্ষ্মীরামলায় নামের ওই বাড়িতে বিশ্বজিৎ চৌধুরি ও রণজিৎ চৌধুরি নামে দুই বস্ত্র ব্যবসায়ী থাকেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই বাড়িতেই তল্লাশি অভিযানে নামে ইডি আধিকারিকরা।
















