২৪ আওয়ার্স টিভি: জমা জলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল ১২ জনের। এর প্রতিবাদে রবিবার কলেজস্ট্রিট থেকে খোলা হাওয়া সংগঠন পথে নামে। এই মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় মিছিল থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি করেন বিরোধী দলনেতা।
এদিন তিনি বলেন, সব মৃত্যুগুলিই হয়েছে, বিদ্যুৎপৃষ্ট হয়ে। সেগুলি বাড়িতে নয়, খোলা তারেও নয়। সব পোস্টে। সব পোস্ট মেনটেন করে, কলকাতা কর্পোরেশন। তাহলে মেয়রের বিরুদ্ধে কেন এফআইআর কেন করা হবে না ? মেয়রকে গ্রেফতার করা কেন হবে না ? প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।
তিনি আরও অভিযোগ তুলে বলেন, মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেননি। তিনি মেঘ ভাঙা বৃষ্টি এবং ১২ জন সহ নাগরিকেক মৃত্যুর পরেও, তিনি পুজো উদ্বোধন থেকে শুরু করে, ..অমানবিক ভূমিকা সেটি পালন করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাতে, ছিঃ মমতা ছিঃ জানাতে কলকাতাতে, হাজার হাজার কলকাতার নাগরিকরাই নেমেছে। বাইরের কেউ নয়।’















