২৪ আওয়ার্স টিভি ডেস্ক: ফারাক্কায় ফের গঙ্গা ভাঙন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। গঙ্গার জলস্তর হঠাৎ কমতেই ফের শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। ফারাক্কার নায়নসুখ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় এখন ভাঙনের কবলে পড়েছে বহু গ্রাম। রাতের পর রাত ঘুম উধাও হয়ে যাচ্ছে আতঙ্কিত গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬.৯ কিলোমিটার এলাকা এই ভাঙনে ক্ষতিগ্রস্ত, যা ফারাক্কা ব্যারেজের অধীনে পড়ে।গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের দাবি, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের উচিত অবিলম্বে কার্যকরীপদক্ষেপ নেওয়া।
নইলে আসন্ন দিনে বহু পরিবারকে বাস্তুচ্যুত হতে হবে।ভাঙন পরিদর্শনে এলাকায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি তথা ফারাক্কা পঞ্চায়েত সমিতি মেম্বার ইলিয়াস শেখ মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি’র প্রতিনিধি আরিফ নায়ার, পঞ্চায়েত সমিতির সদস্য কল্লোল সিনা ও সুরজিৎ ঘোষ মেম্বার, নয়নসুখ অঞ্চল সভাপতি লালু শেখ,সাত্তার শেখ মেম্বার,তরিকুল ইসলাম। তাঁরা গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন এবং ভাঙন রুখতে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।স্থানীয়দের একটাই দাবি – “স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ না হলে আগামী দিনে গোটা গ্রামই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।”















