২৪আওয়ার্স টিভি ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বড় রিয়েলিটি চেক দিল শ্রীলঙ্কা। নিয়মরক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে শুক্রবার ভারত-শ্রীলঙ্কা খেলা রূপ নিল এক রোমাঞ্চকর লড়াইয়ে। নির্ধারিত ২০ ওভারের শেষে দুই দলই ২০২ রান তুললে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ভারতও ৫ উইকেটে সমান রান সংগ্রহ করে। নিয়মরক্ষার ম্যাচে ৪০ ওভারে ৪০৪ রান—তারপর সুপার ওভার, পুরোপুরি দর্শক তৃপ্তি মেটানো ম্যাচ।
সুপার ওভারে বল হাতে নেন তরুণ পেসার অর্শদীপ সিং। প্রথম বলেই শ্রীলঙ্কা হারায় উইকেট। চতুর্থ বলে রান আউট নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হলেও উইকেট যায়নি। তবে পঞ্চম বলে ফের আঘাত হানে ভারত। শেষ পর্যন্ত সুপার ওভারে ২ উইকেটে মাত্র ২ রানেই থেমে যায় লঙ্কান ইনিংস।
ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল মাত্র ৩ রান। অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম বলেই ৩ রান নিয়ে দলকে সহজ জয় এনে দেন।
এর আগে শ্রীলঙ্কার হয়ে ঝড় তোলেন কুশল পেরেরা ও পাথুম নিশঙ্কা। নিশঙ্কা ৩২ বলে ৫৮ রান (৮ চার, ১ ছক্কা) করে আউট হলেও, পেরেরা খেলেন দুর্দান্ত শতরান। তাঁর ইনিংস সাজানো ছিল ১০৭ রান, ৭টি চার ও ৬টি ছক্কায়। যদিও এক প্রান্তে লড়াই চালালেও সঙ্গীদের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয় পায়নি শ্রীলঙ্কা।
অন্যদিকে, ভারতের জন্য এটি সতর্কবার্তা। ফাইনালের আগে টানা জয়ের ধারা বজায় রাখলেও প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা দেখাল কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার বাস্তবতা।
















