২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ২১শে সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার), অর্থাৎ মহালয়ার দিনে, কলকাতার নীল (Blue) লাইনে যাত্রীদের জন্য চালু হতে চলেছে বিশেষ মেট্রো পরিষেবা। সাধারণ দিনে যেখানে মোট ১৩০টি পরিষেবা দেওয়া হয়, মহালয়ার দিনে সেখানে থাকবে ১৮২টি পরিষেবা। এর মধ্যে ৯১টি আপ ও ৯১টি ডাউন মেট্রো চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওইদিনের অতিরিক্ত পরিষেবার মধ্যে ১৭৩টি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে। ফলে উত্তর থেকে দক্ষিণমুখী যাত্রীদের ভিড় সামলাতে অনেকটাই সুবিধা হবে।প্রথম পরিষেবা শুরু হবে যথারীতি সকালবেলা।নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে (ডাউন দিকে)।
দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে (ডাউন দিকে)।দমদম থেকেও ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে (ডাউন দিকে)।অন্যদিকে, মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম আপ মেট্রো ছাড়বে।আর শহীদ Khudiram স্টেশন থেকে সকাল ৬টা ৫৪ মিনিটে প্রথম আপ মেট্রো ছাড়বে।উল্লেখযোগ্যভাবে, শেষ মেট্রো পরিষেবার সময়সূচী মহালয়ার দিন অপরিবর্তিত থাকবে।যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর আগে মহালয়ার দিন ভিড় বাড়বে বলেই এই অতিরিক্ত পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।














