Read More

75th Birthday of Modi : নরেন্দ্র মোদীর ৭৫-তম জন্মদিন, শুভেচ্ছাবার্তা দেশ-বিদেশের তাবড় রাজনীতিকদের

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরাল দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শাসকদলের নেতৃত্ব তো

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরাল দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শাসকদলের নেতৃত্ব তো বটেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরালেন বিরোধী দলের নেতারাও। একে একে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, গোটা বিশ্ব থেকে অভিনন্দন জানানো হয়েছে মোদিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা।

এদিন সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম, অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আপনি দেশকে মহান লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। আজ গোটা বিশ্ব আপনার দেখানো পথে ভারতের মতাদর্শের প্রতি আস্থা রেখেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার আসাধারণ নেতৃত্বে আপনি এই জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যান।’

শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, লক্ষ লক্ষ দেশবাসীর অনুপ্রেরণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশবাসীর কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মোদিজি। ‘রাষ্ট্র সবার আগে’ প্রতিটি নাগরিকের কাছে এই মতাদর্শের জীবন্ত অনুপ্রেরণা প্রধানমন্ত্রী।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘কিছু অভিজ্ঞতা ইতিহাসের গতিপথ নির্ধারণ করে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ছিল তেমনই। ঝাঁসিতে তাঁর বক্তৃতায়, আমি ভবিষ্যতের নেতৃত্বের স্ফুলিঙ্গ দেখতে পেয়েছিলাম। শৃঙ্খলা, সংগঠনের প্রতি নিষ্ঠা, গভীর জ্ঞান এবং প্রতিটি বাধাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার সাহস – এই গুণাবলীই তাঁকে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যোগ্য নেতা করে তুলেছে।’ এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতারাও অভিনন্দন জানিয়েছেন।

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি শীর্ষ বিরোধী নেতৃত্বরা। মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বরা। এক্স হ্যান্ডেলে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন ও দীর্ঘায়ু দিন। অন্যদিকে, রাহুল গান্ধী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।’ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি চান, স্বাধীনতার ১০০ বছর পূর্তি অর্থাৎ ২০৪৭ সাল পর্যন্ত মোদি দেশের প্রধানমন্ত্রী থাকুন।

শুধু ভারত নয় বিশ্বনেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি। গতকাল রাতেই ফোনে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোন করেছিলেন রাশিয়ার পুতিন। ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন শুভেচ্ছা জানান মোদিকে।
এরপর এদিন সকালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ভিডিও বার্তায় জানান, “নমস্কার, আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদি… আমার এবং নিউজিল্যান্ড-জুড়ে আপনার সকল বন্ধুদের পক্ষ থেকে আপনাকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা।”

পাশাপাশি পড়শি দেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিশেষভাবে পালন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। কলম্বোর বোহরা মসজিদে বিশেষ প্রার্থনার আয়োজন করা হল প্রধানমন্ত্রী মোদীর জন্য। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সাফল্যের প্রার্থনা করা হয়।

তবে নিজের জন্মদিনে কোনোরকম আড়ম্বর করেন না মোদী। এবছরও জন্মদিনে মধ্যপ্রদেশে সরকারি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে উৎসর্গ করে গান লিখলেন গীতিকার প্রসূন জোশী। সেই গান গাইলেন শঙ্কর মহাদেবন। গানে ভারতের নতুন উড়ানের কথা বলা হয়েছে। এর সাথেই দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর জন্মদিনে নমো অ্যাপে শুরু হল এক বিশেষ উদ্যোগ। ১৫ দিন ধরে চলবে ডিজিটাল সেবা কর্মসূচি, যার নাম দেওয়া হয়েছে সেবা পর্ব ২০২৫। এই কর্মসূচি চলবে ২ অক্টোবর পর্যন্ত।

Thank You for Reading – 24 HRS TV

Thank you for taking the time to read our news at 24 Hrs TV.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Team 24 Hrs TV