Read More

Sukanta Majumder: যাচ্ছিলেন মোদিকে বিদায় জানাতে, কিন্তু তা আর হলো না! মাঝপথেই সুকান্তর গাড়ি থামালো NSG

২৪আওয়ার্স টিভি ডেস্ক: সেনাবাহিনী সম্মেলনে রবিবার কলকাতায় আসেন নরেন্দ্র মোদি। সোমবার সকালে সম্মেলন শেষ করার পর তিনি বিহারের উদ্দেশ্যে রওনা

২৪আওয়ার্স টিভি ডেস্ক: সেনাবাহিনী সম্মেলনে রবিবার কলকাতায় আসেন নরেন্দ্র মোদি। সোমবার সকালে সম্মেলন শেষ করার পর তিনি বিহারের উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদায় জানাতে দমদম বিমানবন্দরে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু ভিভিআইপি জোনে ঢুকতে গিয়ে তাঁর কনভয় বাধার মুখে পড়ে। শেষ পর্যন্ত তাঁকে হেঁটে ভিতরে প্রবেশ করতে দেখা যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুকান্ত বলেন, “রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয়কে অনুমতি দেওয়া হল, অথচ আমাকে আটকানো হল কেন?”BJP's Sukanta Majumdar Writes To Amit Shah Flagging 'Threat To Life' Over  Attack | India News - News18

একই সাথে তাঁকে বিদায় জানাতে প্রোটোকল মেনে বিমানবন্দরে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। সেখানে পৌঁছন সুকান্ত মজুমদারও। অভিযোগ, তাঁর গাড়িকে ভিভিআইপি জোনে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশকে প্রশ্ন করলে তাঁকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই গাড়ি আটকানো হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করেন সুকান্ত।West Bengal: Know the key Lok Sabha candidates in BJP's first list- The Week

এদিকে, এই ঘটনাকে ঘিরে তৃণমূলের তরফে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দিলীপবাবু বাড়ি বসে ভাবছেন, দেখ কেমন লাগছে!” তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আরও একধাপ এগিয়ে বলেন, “মোদি গুরুত্বই দেন না সুকান্তকে। আসলে বিজেপির কাছেই উনি ‘হাফ মন্ত্রী’। তাই এভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে।” তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে কারা দেখা করবেন তার একটি নির্দিষ্ট তালিকা থাকে। সেই তালিকায় নাম থাকলেই প্রবেশ করা যায়। তাই এই ঘটনায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Thank You for Reading – 24 HRS TV

Thank you for taking the time to read our news at 24 Hrs TV.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Team 24 Hrs TV