Kolkata : তিন নতুন ট্রেনের যাত্রা শুরু! সাইরাং যুক্ত হলো দেশের সঙ্গে

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ভারতীয় রেলওয়ে আনন্দের সঙ্গে ঘোষণা করেছে আইজলের সাইরাং স্টেশন থেকে তিন জোড়া নতুন ট্রেন পরিষেবা

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ভারতীয় রেলওয়ে আনন্দের সঙ্গে ঘোষণা করেছে আইজলের সাইরাং স্টেশন থেকে তিন জোড়া নতুন ট্রেন পরিষেবা চালুর, যা মিজোরাম রাজ্যের রাজধানী সাইরাংকে দেশের গুরুত্বপূর্ণ শহর ও গন্তব্যস্থলের সঙ্গে আরও উন্নতভাবে সংযুক্ত করবে। এই নতুন ট্রেন পরিষেবাগুলি কেবল যাতায়াতের সুবিধা বাড়াবে না, বরং রাজ্যের পর্যটন ও বাণিজ্যিক সংযোগকেও শক্তিশালী করবে। উদ্বোধনী যাত্রা আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন এবং পরবর্তীতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত পরিষেবা শুরু হবে।

প্রথম ট্রেন হলো সাইরাং – আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস। উদ্বোধনী স্পেশ্যাল ট্রেন নং ০২৫০৭ ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকাল ১০:০০ টায় সাইরাং থেকে যাত্রা শুরু করবে এবং ১৫ সেপ্টেম্বর সকাল ৭:৩০ টায় আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে। নিয়মিত পরিষেবা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে ট্রেন নং ২০৫০৭ এর মাধ্যমে, যা প্রতি শুক্রবার বিকেল ৪:৩০ টায় সাইরাং থেকে রওনা হবে এবং রবিবার সকাল ১০:৫০ টায় আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে। বিপরীত দিকের ট্রেন নং ২০৫০৮ প্রতি রবিবার রাত ৭:৫০ টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা হয়ে মঙ্গলবার দুপুর ৩:১৫ টায় সাইরাং পৌঁছাবে। এই যাত্রাপথে ট্রেন বদরপুর জং, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি এবং ভাগলপুর হয়ে চলবে।

দ্বিতীয় ট্রেন হলো ভৈরবী – সাইরাং স্পেশ্যাল। উদ্বোধনী ট্রেন নং ০৫৬০৯ ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকাল ১০:০০ টায় ভৈরবী থেকে রওনা হয়ে সকাল ১১:১৫ টায় সাইরাং পৌঁছাবে। এরপর ট্রেন নং ০৫৬১০ সাইরাং থেকে দুপুর ১২:৩০ টায় গুয়াহাতির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং পরের দিন দুপুর ২:৩০ টায় গুয়াহাতিতে পৌঁছাবে। নিয়মিত পরিষেবা শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে, ট্রেন নং ১৫৬০৯ প্রতিদিন গুয়াহাতি থেকে রাত ৭:০০ টায় রওনা হয়ে পরের দিন সকাল ৮:৩০ টায় সাইরাং পৌঁছাবে। বিপরীত দিকের ট্রেন নং ১৫৬১০ সাইরাং থেকে রাত ৭:০০ টায় রওনা হয়ে পরের দিন সকাল ৮:৩০ টায় গুয়াহাতিতে পৌঁছাবে। এই যাত্রাপথে ভৈরবী, সাইরাং এবং গুয়াহাতি সংযোগকেন্দ্রগুলোকে শক্তিশালী করবে

তৃতীয় ট্রেন হলো কলকাতা – সাইরাং ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস। উদ্বোধনী ট্রেন নং ০৩১২৬ ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকাল ১০:০০ টায় সাইরাং থেকে রওনা হয়ে পরের দিন বিকেল ৫:০০ টায় কলকাতায় পৌঁছাবে। নিয়মিত পরিষেবা শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে, ট্রেন নং ১৩১২৫ প্রতি শনিবার, মঙ্গলবার এবং বুধবার কলকাতা থেকে দুপুর ১২:২৫ টায় রওনা হয়ে পরের দিন রাত ৭:৪৫ টায় সাইরাং পৌঁছাবে। বিপরীত দিকের ট্রেন নং ১৩১২৬ প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল ৭:১৫ টায় সাইরাং থেকে রওনা হয়ে পরের দিন দুপুর ২:৩০ টায় কলকাতায় পৌঁছাবে। এই যাত্রাপথে বদরপুর জং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, গোলকগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং মালদা টাউন হয়ে ট্রেন চলবে, যা পূর্ব ও উত্তরপূর্ব ভারতের মধ্যে সংযোগকে আরও সুদৃঢ় করবে

এই তিন জোড়া নতুন ট্রেন পরিষেবার মাধ্যমে যাত্রীরা সাইরাং থেকে কলকাতা, আনন্দ বিহার ও গুয়াহাতি পর্যন্ত দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য যাতায়াত সুবিধা পাবেন। একই সঙ্গে, মিজোরামের রাজধানী সাইরাং দেশের গুরুত্বপূর্ণ ট্রেন নেটওয়ার্কের সঙ্গে আরও সংযুক্ত হয়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Thank You for Reading – 24 HRS TV

Thank you for taking the time to read our news at 24 Hrs TV.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Team 24 Hrs TV