২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ১২ দফা দাবী নিয়ে নদীয়ার জেলার জেলাশাসক দপ্তরে ডেপুটেশন প্রদান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি আইসিডিএস কর্মীদের।বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগরের জেলাশাসক দপ্তরে তারা একটি ডেপুটেশন জমা দেয়। তাদের মূলত দাবী,গুলি হলো বিগত দিনে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে গোটা রাজ্যে জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন তারা, কিন্তু,এখনও কোনোরকম তার সুরাহা তাদের হয়নি।তবে আইসিডিএসএর উর্দ্ধোর্তন কর্তৃপক্ষদের উদাসীনতার কারণে, তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, সেই কারণে এদিন জেলাশাসকের কাছে একটি ডেভুলেশন জমা দেন তারা। অবিলম্বে তাদের দাবিকে মান্যতা না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইসিডিএস কর্মীরা।















