২৪ আওয়ার্স টিভি ডেস্ক :হাতের আঙুলের ছোঁয়া যেন বলে দিচ্ছে, কত বছর ধরে এই কাজে জড়িয়ে আছেন তারা!শোলার শিল্পে টিকে আছে উত্তরবঙ্গের ঐতিহ্য লড়াই চালিয়ে যাচ্ছে মালিপাড়ার শিল্পীরা।জলপাইগুড়ি সদর ব্লকের পাটকাটা গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ার বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শোলার শিল্পের সঙ্গে যুক্ত।একসময় গ্রামীণ জীবনের গর্ব ছিল এই শিল্প, কিন্তু এখন তা প্রায় হারিয়ে যেতে বসেছে।বর্তমানে ষাইটোল, বিষহরি শিল্পকলা বা মনসা, মা কালী, মানান ফটো ইত্যাদি শোলার জিনিসপত্র বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন এই শিল্পীরা। দামও খুব বেশি নয়—কখনও ৫০-৬০ টাকা, কোথাও ১০০ টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে, বিশেষ করে রাজবংশী সমাজে, মনসা পূজা বা বিষহরি পূজায় এই শোলা শিল্পকর্মের চাহিদা থাকে। যদিও সারা বছরই বিভিন্ন আচার-অনুষ্ঠানে শোলার ব্যবহার রয়েছে। তবে বছরের নির্দিষ্ট এই সময়ে চাহিদা থাকে অধিক।
নতুন প্রজন্ম আর তেমনভাবে আসছে না এই পেশায়। পুরনো শিল্পীদের কথায়, এখন আর এই শিল্পে স্থায়ী জীবিকা সম্ভব নয়। তবু যারা রয়েছেন, তাদের চোখে মুখে এখনও ভেসে ওঠে সেই পুরনো দিনের ঐতিহ্যের ছাপ। তুলির ছোঁয়ায় ফুটে ওঠে উত্তরবঙ্গের সংস্কৃতি ও বিশ্বাস।মালিপাড়া সহ উত্তরবঙ্গের অন্যান্য গ্রামেও এই শোলা শিল্পীরা হাট-বাজারে নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করছেন। তাদের নিখুঁত হাতের কাজ এখনও মানুষের নজর কাড়ে। হয়তো সেই আগের বাজার নেই, কিন্তু উত্তরবঙ্গের ঐতিহ্যের মশাল তারা এখনও বহন করে চলেছেন নীরবে, ধৈর্য আর ভালোবাসা দিয়ে। এই শিল্প বাঁচিয়ে রাখা শুধু পেশা নয়—এ যেন উত্তরবঙ্গের সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার এক নীরব প্রতিজ্ঞা।
















