২৪ আওয়ার্স টিভি ডেস্ক :নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন মিলেছে তাঁর। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থর, কারণ এখনও প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে।সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-এর ডিভিশন বেঞ্চে আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং দুই মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু করতে হবে।
আদালতের পর্যবেক্ষণ— “একজনকে দীর্ঘদিন জেলে রেখে দেওয়া সম্ভব নয়।”শুধু পার্থ নন, একই মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাও। ইডি মামলার মতোই সিবিআই-এর মামলাতেও একই শর্তে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।দীর্ঘ জেলবন্দি জীবনের পরে স্বস্তিউল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর তল্লাশি চালায় ইডি। পরের দিন তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১ অক্টোবর সিবিআই তাঁকে শো-অ্যারেস্ট করে।
ফলে তিন বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।এর আগে গত জানুয়ারি মাসে ইডির মামলায় জামিন পেয়েছিলেন পার্থ। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতিদের মধ্যে মতভেদ তৈরি হওয়ায় তৃতীয় বেঞ্চে শুনানি হয়। সেই বেঞ্চও পার্থর জামিনের আর্জি খারিজ করে দেয়। অবশেষে সুপ্রিম কোর্টে গিয়ে কিছুটা স্বস্তি পেলেন তিনি।এখনও মুক্তি নয়তবে আইনজীবীদের একাংশের মতে, সুপ্রিম কোর্টের এই নির্দেশে আপাতত জেলমুক্তি না হলেও, আলিপুর সিবিআই স্পেশাল কোর্টে গ্রুপ-ডি নিয়োগ মামলার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সুযোগ বাড়বে। অন্যদিকে আইনজীবীদেরই আরেক অংশের মতে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একাধিক মামলা বিচারাধীন থাকায় এখনই তাঁর মুক্তি সম্ভব নয়।আইনজীবী মহলের প্রতিক্রিয়াপার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের দাবি— সুপ্রিম কোর্টের এই নির্দেশ তাঁর ভবিষ্যৎ জেলমুক্তির সম্ভাবনা জোরদার করল। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত অনেক নীচু স্তরের আধিকারিক ও কর্মী জামিন পেয়েছেন। তাই পার্থর ক্ষেত্রেও স্বাভাবিকভাবেই জামিন পাওয়ার অধিকার রয়েছে।বর্তমানে চিকিৎসাধীন পার্থ শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ফলে জামিন হলেও আপাতত তিনি সেখানেই থাকবেন।
















