২৪ আওয়ার্স টিভি ডেস্ক :আজ ফের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে, সরকারী কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিলো আদালত। একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল কিন্তু সেই সময়ের মধ্যে টাকা ফিরিয়ে না দেওয়াই প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট ,ছয় সপ্তাহের সময় দেওয়া হয়েছিল রাজ্যকে কিন্তু সেই বকেয়া টাকা ফেরত দিতে পারেনি রাজ্য আরো ছয় মাসের সময় চেয়ে নিচ্ছে কোর্ট এর থেকে।
সোমবার সেই সংক্রান্ত শুনানিতে আদালত প্রশ্ন তোলে,কেন সময়ে টাকা দেওয়া হলো না। এই প্রশ্নে রাজ্য জানাই আদালতের নির্দেশ তারা মানবে কিন্তু একটু সময় লাগবে ২৫ শতাংশ টাকা জোগাড় করতে তাদের একটু সময়ের প্রয়োজন এমনটাই দাবি তাদের।রাজ্য আগে জানিয়েছিল, তাদের আর্থিক সঙ্কট রয়েছে।রাজ্যের তরফে জানানো হয়, আগামী সোমবার এই মামলার শুনানি হোক।বিচারপতি প্রথমে এতে সম্মতি প্রদান করলেও পরবর্তীতে জানিয়ে দেন, আর কাউকে কোনও সময় দেওয়া হবে না। মঙ্গলবারই এই মামলার শুনানি হবে। সব পক্ষকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতে হবে।















