২৪ আওয়ার্স টিভি ডেস্ক : নতুন দিগন্তের উন্মোচন! সাফল্যের অসাধারণ যাত্রার উদ্যাপন— এই প্রতিশ্রুতিতেই অনুষ্ঠিত হল ‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’। বাংলার বাণিজ্য ও শিল্প জগতের শীর্ষ প্রতিনিধিদের সম্মান জানিয়ে এই অনুষ্ঠান তুলে ধরল রাজ্যের ব্যবসায়িক পরিশ্রম, উদ্ভাবন এবং সাফল্যের অনবদ্য গল্প। এই অনুষ্ঠানে মনোনীত ছিলেন রাজ্যের শীর্ষ ব্যবসায়ী থেকে শুরু করে সফল উদ্যোক্তা এবং নামী সংস্থাগুলিও। এই সম্মান এমন এক সম্মান যা প্রতিটি স্তরের মনোনীতদের আরও অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছে।
‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ এর মঞ্চ শুধু পুরস্কার প্রদানের ছিল না, এখানে সম্মানিত করা হয়েছে সেই মানুষদের, যারা কঠোর পরিশ্রম, নতুন ভাবনা এবং নিরলস প্রয়াসে বদলে দিচ্ছেন বাংলার অর্থনৈতিক ভবিষ্যৎ। ১৩ জুলাই, কলকাতার এক অভিজাত পাঁচতারা হোটেল ‘দ্য ওয়েস্টিন’-এ আয়োজিত হয়েছিল এই অনন্য সন্ধ্যা— ‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’। ব্যবসার প্রতিটি ক্ষেত্রের কৃতিত্বের স্বীকৃতির এই জাঁকজমকপূর্ণ রাত হয়ে রইল এক ইতিহাসের সাক্ষী। এই সম্মান প্রদানের মধ্য দিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে নামী সংস্থাগুলি ভবিষ্যতে আরও অনুপ্রানিত হবে।
এই অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন বাংলার সেরা ব্র্যান্ড এবং প্রভাবশালী উদ্যোক্তারা। ১০০-রও বেশি বিভাগে দেওয়া হল বিশেষ সম্মাননা— ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে বৃহৎ কর্পোরেট সংস্থার প্রতিনিধিরা এই সম্মানের সাক্ষী হলেন। ম্যানুফ্যাকচারিং, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, খুচরো ব্যবসা, শিক্ষা, পর্যটন, ফ্যাশন, মিডিয়া সহ নানান ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি পেল বাংলার ব্যবসায়িক মহল। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ‘প্রেসটিজ়স্পিয়ার পিআর’ এবং নাম ভূমিকায় ছিল ‘স্পিনকেয়ার’।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি তিনি এই সন্ধ্যায় যোগ করেন বিশেষ উজ্জ্বলতা। পাশাপাশি, বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পদে কর্মরত অনুপম হালদার। তাঁর উৎসাহব্যঞ্জক বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত বহু তরুণ উদ্যোক্তাকে অনুপ্রাণিত করে।
এই অনুষ্ঠান শুধু স্বীকৃতির সীমায় আবদ্ধ ছিল না— এটি ছিল নেটওয়ার্কিং, ব্র্যান্ড শক্তিশালীকরণ এবং ভবিষ্যতের অনুপ্রেরণার এক মঞ্চ। পুরস্কারপ্রাপ্ত সংস্থাগুলি পেয়েছেন প্রফেশনাল ফটো ও ভিডিও কভারেজ, মিডিয়া ও ডিজিটাল ফিচার, সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং ই-ম্যাগাজিনে বিশেষ স্থান— যা আগামী দিনে তাদের ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে।
‘বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ যাঁরা সম্মানিত হয়েছেন—
সোমা গোহো – ‘প্রমিস সেন্টার ফর এডুকেশন’,
চিকিৎসক অর্ণব বোস – ‘এএসকে ফাইন্যান্সিয়াল হাব’
অর্ঘ্য দত্ত – ‘দেসুন অ্যাকাডেমি’
শালিনী সেন – ‘কো-ক্রিয়েট নেটওয়ার্ক’
সুজয় দাস – ‘ওয়েলথ ওয়ারিয়র্স হাব’
নিধি গয়াল – ‘মম কেয়ার’
রাতুল ঘোষ – ‘সত্যনারায়ণ সুইটস্’
মীরা শতরূপা ভট্টাচার্য – ‘ট্যারোট উইথ মীরা’
নারায়ণ চুড়িওয়াল – ‘ধানভি সানশাইন ইন্ডিয়া এলএলপি’
শ্রাবন্তী মজুমদার – ‘শ্রাবন্তী জেসড ফ্যামিলি সেলুন ও অ্যাকাডেমি’
চিকিৎসক আরিবা জাওয়াদ – ‘ডঃ আরিবার এসথেটিক স্কিন ক্লিনিক’
সুহেল আহমেদ – ‘সানবার্ড সুপার এনার্জি প্রাইভেট লিমিটেড’
শামীনা বেগম – ‘স্পিনকেয়ার লন্ড্রি ও ড্রাই ক্লিনিং’
তাহের শেখ – ‘নিউ আপনজন নার্সিং হোম’‘ সহ আরও অনেকে।
বেঙ্গল বিজ়নেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এর মিডিয়া পার্টনার ছিল ২৪ আওয়ার্স টিভি। এই সন্ধ্যা শুধু পুরস্কার বিতরণের মধ্যে আটকে থাকেনি, হয়ে উঠেছে বাংলার ব্যবসায়িক পরিমণ্ডলের এক অনন্য স্মরণীয় অধ্যায়।
















